দুধ শুক্তো(doodh shukto recipe in Bengali)

Uma Sarkar
Uma Sarkar @cook_12708558

#তেঁতো/টক
পরম্পরাগত বাঙালি খাবার যাতে সকল সবজির খাদ্যগুন বজায় থাকে এবং খাবারের শুরুতে পরিবেশন করা হয়।

দুধ শুক্তো(doodh shukto recipe in Bengali)

#তেঁতো/টক
পরম্পরাগত বাঙালি খাবার যাতে সকল সবজির খাদ্যগুন বজায় থাকে এবং খাবারের শুরুতে পরিবেশন করা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1টি আলু
  2. 1টি কাঁচা কলা
  3. 1টি ঝিঙে
  4. 1 কাপমিষ্টি কুমড়ো
  5. 2টি ডাঁটা
  6. 2 কাপবেগুন
  7. 1 কাপবিন
  8. 2 কাপমুলো
  9. 1টি করলা
  10. 1 চা চামচপাঁচফোড়ন
  11. 2টি শুকনো লঙ্কা
  12. 2টি তেজপাতা
  13. 2টেবিল চামচ পোস্ত বাটা
  14. 1 চা চামচ রাঁধুনি বাটা
  15. 1 কাপদুধ
  16. 1 চা চামচহলুদ গুঁড়ো
  17. 1 চা চামচনুন
  18. 1 চা চামচচিনি
  19. 2টেবিল চামচ তেল
  20. 1 কাপবিঊলি ডালের বড়ি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সবজি সমান ভাবে কেটে নিতে হবে।

  2. 2

    তেল গরম করে বড়ি ভেজে তুলে রাখতে হবে। তার পর চাক চাক করে কাটা করোলা ও ভেজে তুলে রাখতে হবে

  3. 3

    ওই তেলে সব শুকনো মশলা ফোড়ন দিয়ে এক এক করে সব সবজি দিয়ে রান্না করতে হবে। নুন ও হলুদ দিতে হবে। সবজি সেদ্ধ হয়ে এলে পোস্ত ও রাধুনি বাটা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করতে হবে ।

  4. 4

    ঢাকা সরিয়ে ভেজে রাখা করোলা, বড়ি ও দুধ দিয়ে রান্না করতে। কিছু চেরা কাঁচা লঙ্কা ও চিনি মিশিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করতে হবে।

  5. 5

    পরিবেশনের জন্য প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Uma Sarkar
Uma Sarkar @cook_12708558

Similar Recipes