স্পিনাচ ফিস পাস্তা(spinach fish Pasta recipe in Bengali)

Lisha Ghosh
Lisha Ghosh @cook_16475292

#মা রেসিপি

স্পিনাচ ফিস পাস্তা(spinach fish Pasta recipe in Bengali)

#মা রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৩জনেরজন্য
  1. ২৫০ গ্রাম পাস্তা জলে সিদ্ধ করে জল ঝড়িয়ে নিতে হবে,
  2. ৩ টুকরো রুই মাছ কাটা বার করে ছোট ছোট টুকরো কেটে নিতে হবে
  3. ১টেবিল চামচসয়াসস
  4. ১ টেবিল চামচভিনিগার
  5. ১ টেবিল চামচ রসুন বাটা
  6. ১ টেবিল চামচ আদা বাটা
  7. স্বাদ অনুযায়ীলবণ
  8. ২ টেবিল চামচমাখন
  9. ১ আঁটিপালংশাকের পাতা
  10. ১ টিরসুন
  11. ১ টি পিয়াজ
  12. ৪টিকাঁচা লঙ্কা
  13. ১টি টমেটো
  14. ২ চিমটিচিলি ফ্লেক্স
  15. ২ চিমটি বেসিল পাতা

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে টুকরো করা মাছ,ভীনিগার, সয়াসস, সামান্য লবণ, রসুন ও আদা বাটা এক সঙ্গে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে,

  2. 2

    এবার একটা পাত্রে এক চামচ মাখন গরম করে তাতে মশলা সমেত মাছ গুলো ভেজে তারপর মাখন সুদ্ধ ভাজা মাছ তুলে রেখে দিতে হবে।

  3. 3

    পালংশাকের পাতা,রসুন, পেয়াজ, টমেটো, কাচালঙ্কা এক সাথে পেষ্ট করে নিতে হবে। এবারমাখন দিয়ে তাতে পালংশাকের পেষ্ট,সামান্য লবণ দিয়ে ভাজা ভাজা করে,ভাজা মাখন সুদ্ধ মাছ গুলো দিয়ে আবারো ভেজে তাতে পাস্তা ও লবণ দিয়ে ভেজে ওপরে বেসিল। লিপ ছড়িয়ে তৈরী স্পিনাচ ফিস পাস্তা,

  4. 4

    এবার একটা পাত্রে নামিয়ে সাজিয়ে ওপরে চিলি ফ্লেক্স ছড়িয়ে পরিবেশনের জন্য তৈরী স্পিনাচ ফিস পাস্তা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lisha Ghosh
Lisha Ghosh @cook_16475292
আমার রান্না করতে ভালো লাগে
আরও পড়ুন

মন্তব্যগুলি (12)

Similar Recipes