রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
4জন
  1. 2 কাপবেসন
  2. 1 চিমটিনুন
  3. 3 কাপচিনি
  4. পরিমান মতোসাদা তেল
  5. 1 চিমটিবেকিং সোডা
  6. 1 চিমটিলাল রঙ

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    একটা বাটির মধ্যে তেল ছাড়া সব উপকরণ পরিমান মতো জল দিয়ে ভালো করে ব্যাটার করে নিতে হবে।

  2. 2

    তারপর অল্প একটু তেল মিশিয়ে নিতে হবে, আলাদা একটা বাটিতে কিছুটা ব্যাটার রেখে তাতে লাল রঙ মিশিয়ে দিতে হবে।

  3. 3

    এবার ওই বাটি দুটো 10মিনিট এর জন্য রেখে দিতে হবে।

  4. 4

    অন্য দিকে একটা সস্প্যান এ 2কাপ জল এ চিনি দিয়ে একটা আঠ আঠ সিরা বানাতে হবে।তারপর সেটা একটু ঠান্ডা হতে দিতে হবে।

  5. 5

    আলাদা একটা কড়াইতে তেল ভালোভাবে গরম করে একটা ছাঁকনি রেখে তার ওপর ব্যাটার টা দিয়ে দিলে ছোটো ছোটো মুক্তোর মত বোদে গুলো ভাজা হবে।

  6. 6

    দুটো বাটির মিশ্রণ গুলো আলাদা ভাবে ভাজতে হবে।

  7. 7

    এবার ভাজা বোদে গুলো চিনির সিরাতে ডুবিয়ে দিতে হবে।

  8. 8

    ব্যাস তাহলেই তৈরি হয়ে গেলো বোদে।আমি মুড়ির সাথে পরিবেশন করেছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nisha Basu
Nisha Basu @cook_23065841
মুম্বাই

মন্তব্যগুলি (2)

Similar Recipes