রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪জন
  1. ৪ টি বড় আলু
  2. ১টা বড় পেঁয়াজ কুচি
  3. ৪-৫ টা কাঁচা লঙ্কা কুচি
  4. পরিমাণ মতো তেতুল
  5. ১ টা পাতিলেবুর রস
  6. ৫০ গ্রাম ভিজিয়ে রাখা ছোলা
  7. ৩০ গ্রাম মটর
  8. পরিমাণ মতো ঝুরিভাজা,বাদাম
  9. প্রয়োজন অনুযায়ী জিরে, ধনে ও শুকনো লঙ্কা (ভাজা মশলা)
  10. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    আলু,মটর ৯০ শতাংশ সিদ্ধ করে নিয়েছি।তারপর,আলু গুলো খোসা ছাড়িয়ে,পিস করে কেটে নিয়েছি ।

  2. 2

    একটা শুকনো পাত্রে জিরে, ধনে ও শুকনো লঙ্কা ভেজে;গুড়ো করে নিয়েছি

  3. 3

    তেতুল টা ১৫-২০ মিনিট জলে ভিজিয়ে,একটু নুন দিয়ে চটকে পাল্প বার করে নিয়েছি 

  4. 4

    এরপর একটা বড়ো পাত্রের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে । আলতো হাতে মিশিয়ে নিয়েছি ।

  5. 5

    উপর থেকে ঝুরিভাজা আর বাদাম ছড়িয়ে দিলেই প্রস্তুত পরিবেশন করার জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rituparna Chakraborty
Rituparna Chakraborty @cook_24064663

Similar Recipes