মটন আলুর ঝোল (Mutton aloor jhol recipe in Bengali)

Chandana Patra
Chandana Patra @chandanapatra

#goldenapron3 #প্রিয়_লাঞ্চ_রেসিপি

মটন আলুর ঝোল (Mutton aloor jhol recipe in Bengali)

#goldenapron3 #প্রিয়_লাঞ্চ_রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জন
  1. 500 গ্রামমটন
  2. 2টি পেঁয়াজ কুঁচি
  3. 1টেবিল চামচ আদা বাটা
  4. 1টেবিল চামচ রসুন বাটা
  5. 1টেবিল চামচ পেঁয়াজ বাটা
  6. 1টি টমেটো কুঁচি
  7. 1/2 চা চামচহলুদ
  8. স্বাদমতোনুন
  9. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 1 চা চামচজিরে গুঁড়ো
  11. 1 চা চামচধনে গুঁড়ো
  12. 4-5টি কাঁচা লঙ্কা
  13. 1টেবিল চামচ টমেটো সস
  14. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  15. পরিমানমতো রান্নার জন্য সর্ষের তেল
  16. 4 টুকরোআলু

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে মাংস ধুয়ে তাতে নুন, হলুদ ও তেল মাখিয়ে 1 ঘন্টা রেখে দিন।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ ভাজা হলে টমেটো দিন। দিয়ে আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিন।

  3. 3

    মশলা ভাজা হলে এক এক করে ধনে, জিরে, হলুদ, নুন ও লঙ্কা গুঁড়ো দিন দিয়ে আরো কষান। দিয়ে সস দিন।

  4. 4

    কষানো হলে মাংস দিন। মাংস থেকে তেল বেরিয়ে এলে আলু দিন। এবার পরিমান মতো জল দিয়ে প্রেসার কুকারে 4 টে সিটি দিন। এবার কুকারের ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো দিন। ব্যাস তৈরি মটন আলুর ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chandana Patra
Chandana Patra @chandanapatra

Similar Recipes