ফ্রয়েড রাইস (fried rice recipe in Bengali)

Riya patra
Riya patra @cook_22773415

#প্রিয় লাঞ্চ রেসিপি

ফ্রয়েড রাইস (fried rice recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১৫০ গ্রাম দেরাদুন রাইস
  2. ২ টো গাজর
  3. ২ টো ক্যাপ্সিকাম
  4. ১২-১৫ টা বিন্স
  5. ১ টেবিল চামচ কাজুবাদাম
  6. ১ টেবিল চামচ কিসমিস
  7. ১ কাপ সাদা তেল
  8. ২ টেবিল চামচ চিনি
  9. স্বাদমতোনুন
  10. পরিমাণ মতোগোটা গরম মশলা
  11. ২ টো তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটা জায়গায় জল গরম করে তাতে চাল টা দিয়ে দিতে হবে। তার পর চাল টা একটু সেদ্ব হয়ে গেলে তাতে নুন, চিনি, কাজু আর কিসমিস টা দিয়ে আরও একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আর ভালো করে মাড় ঝরিয়ে নিতে হবে যাতে ফ্রয়েড রাইস টা ঝরঝরে হয়।

  2. 2

    তার পর আর একটা জায়গায় ক্যাপ্সিকাম কুচি, গাজর কুচি আর বিন্সকুচি টা ভালো করে সাদা তেল দিয়ে ভেজে নিয়ে ওই ভাতের সাথে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তার পর কড়াই এ আরও একটু সাদা তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু নেড়ে ওই ভাতের সাথে মিশিয়ে নিতে হবে আর তার সাথে পরিমাণ মতো ঘি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ফ্রয়েড রাইস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Riya patra
Riya patra @cook_22773415

Similar Recipes