চিলি পনির(Chilli paneer recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#goldenapron3

#প্রিয় লাঞ্চ রেসিপি

চিলি পনির(Chilli paneer recipe in Bengali)

#goldenapron3

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-২০মিনিট
  1. ১০ টা কিউব করে কাটা পনির
  2. ১ টা ক্যাপ্সিকাম (কিউব করে কাটা)
  3. ১ টা পেঁয়াজ (কিউব করে কাটা)
  4. ১ টা ডিম
  5. ৩ কোয়া রসুন কুচি
  6. ১/২ চা চামচ আদা কুচি
  7. ২ টো কাঁচা লংকা কুচি
  8. ১ টেবিল চামচ সয়া সস
  9. ১ চা চামচ টমেটো সস
  10. ১ চা চামচ রেড চিলি সস
  11. ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
  12. ১/২ চা চামচ ভিনিগার
  13. স্বাদ মতো নুন
  14. পরিমাণ মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫-২০মিনিট
  1. 1

    প্রথমে পনির গুলো ভিনিগার, ১/২ চা চামচ সয়া সস আর সামান্য নুন দিয়ে মাখিয়ে নিতে হবে ।তারপর ১চা চামচ কর্ন ফ্লাওয়ার আর ডিম ভেঙে মিশিয়ে নিতে হবে ।

  2. 2

    তারপর কড়াইতে তেল গরম করে পনির গুলো ডিমের গোলাই ডুবিয়ে ভেজে তুলে রাখতে হবে ।

  3. 3

    তারপর ঐ তেলে প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে তাতে ক্যাপ্সিকাম দিয়ে ভাজতে হবে ।

  4. 4

    একটু ভাজা হলে কাঁচা লংকা কুচি, রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভাজতে হবে ।বেশি আঁচে রান্না করতে হবে ।

  5. 5

    তারপর সয়া সস, টমেটো সস আর রেড চিলি সসদিয়ে মিশিয়ে নিতে হবে ।একটু নেড়ে ভেজে রাখা পনির গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।

  6. 6

    তারপর সামান্য জল দিয়ে আচঁটা মাঝারি করে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে ।

  7. 7

    একটা বাটি তে ১ চা চামচ কর্ন ফ্লাওয়ার আর একটু জল দিয়ে গোলে নিতে হবে । তারপর গোলা টা ঢাকা তুলে ঢেলে দিতে হবে । ভালো করে নেড়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

মন্তব্যগুলি (4)

Similar Recipes