মিক্সড ফ্রাইড রাইস (Mixed fried rice recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#LD
#লাঞ্চ/ডিনার
হালকা শীতের আমেজে লাঞ্চ বা ডিনারের থালিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ধরণের খাবার থাকলে মেজাজ টা বেশ ফুরফুরে হয়ে যায়।

মিক্সড ফ্রাইড রাইস (Mixed fried rice recipe in bengali)

#LD
#লাঞ্চ/ডিনার
হালকা শীতের আমেজে লাঞ্চ বা ডিনারের থালিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ধরণের খাবার থাকলে মেজাজ টা বেশ ফুরফুরে হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫/২০ মিঃ
৫ জন
  1. ৫০০ গ্রাম দেরাদুন রাইস
  2. পরিমাণ মতসবুজ ক্যাপ্সিকাম
  3. ১/২ হলুদ বেলপেপার
  4. ১/২ লাল বেলপেপার
  5. ১/২ কাপ বিন্স কুচি
  6. পরিমাণ মত গোটা গরম মশলা
  7. ৩-৪ টে তেজপাতা
  8. ১০-১২ টা কাজু
  9. ১০-১২ টা কিসমিস
  10. ১ টেবিল চামচ ঘি
  11. ২ টেবিল চামচ সাদা তেল
  12. ১ টেবিল চামচ চিনি
  13. স্বাদ মত লবণ

রান্নার নির্দেশ সমূহ

১৫/২০ মিঃ
  1. 1

    প্রথমে তিন চার বার জল পাল্টে পাল্টে চাল ধুয়ে ৩০ মিঃ ভিজিয়ে রাখুন।৩০ মিঃ পর গ্যাস অন্ করে একটা বড় হাঁড়িতে বেশি করে জল বসিয়ে তার মধ্যে ১ চামচ নুন আর ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে জল ভালো করে টগবগ করে ফুটলে জল ছেঁকে চাল দিয়ে ঠিক ৬ মিঃ রান্না করে একটা স্টেনারে ঢেলে দিন। ভাত যেন গলে না যায়।

  2. 2

    সব্জি সব কেটে ধুয়ে রেডি করুন। আমার কাছে 🥕 ছিল না, থাকলে 🥕 কুচি অবশ্যই দেবেন।গ্যাসে কড়াই বসিয়ে লো আঁচে ঘি ও তেল গরম করে নিয়ে গোটা গরম মসলা দিয়ে ২০/৩০ সেকেন্ড অপেক্ষা করুন।

  3. 3

    ৩০ সেকেন্ড পর তেজপাতা দিন, ২ সেকেন্ড পর কাজু কিসমিস দিয়ে ১/২ মিঃ লো আঁচে নাড়াচাড়া করে সব সব্জি দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন যতক্ষণ পর্যন্ত সব সব্জি নরম না হচ্ছে। সব সব্জি বেশ নরম ও সেদ্ধ হয়ে গেলে জল ঝরানো ভাত অল্প অল্প করে মেশান।

  4. 4

    কম আঁচে ভাত সব্জির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিন ও পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে আবারও আলতো হাতে মিশিয়ে নিন। গ্যাস অফ্ করে চাপা দিয়ে ৩/৪ মিঃ রেখে নামিয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। আমি নিরামিষ পুরু পুরু মুগের ডাল, নিরামিষ আলুর দম,আলুর চিপস্ ভাজা ও স্যালাড দিয়ে প্লেটিং করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি

Similar Recipes