প্রণ চিকেন ড্রাগন রোল(prawn chicken dragon roll recipe in Bengali)

Lopamudra Bhattacharya
Lopamudra Bhattacharya @cook_17465802

#স্ন্যাক্স রেসিপি

প্রণ চিকেন ড্রাগন রোল(prawn chicken dragon roll recipe in Bengali)

#স্ন্যাক্স রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
  1. রোল এর জন্য
  2. 2টেবিল চামচ ময়দা
  3. 2টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  4. 1 চিমটিনুন
  5. 1টা ডিম
  6. 2টেবিল চামচ জল
  7. পরিমান মতো সাদা তেল
  8. পুরের জন্য
  9. 2টেবিল চামচ চিকেন কিমা
  10. 2টেবিল চামচ চিংড়ি কিমা
  11. স্বাদমতোনুন
  12. 1 চা চামচসোয়া সস
  13. 1 চা চামচভিনিগার
  14. 1টেবিল চামচ স্প্রিং ওনিয়ন কুচি ও ধনে পাতা কুচি
  15. 1/2 চা চামচরসুন কুচি
  16. 1/2 চা চামচআদা কুচি
  17. 1/2 চা চামচলঙ্কা কুচি
  18. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  19. 1টেবিল চামচ তেল
  20. ভাজার জন্য
  21. 2 কাপসানফ্লাওয়ার তেল
  22. রোল আটকানোর জন্য :
  23. 1টেবিল চামচ ময়দার আঠা

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    রোল এর জন্য ময়দা, কর্ণফ্লাওয়ার, নুন জল ও ডিম মিশিয়ে স্মুদ ব্যাটার করে নিন।

  2. 2

    প্যান এ অয়েল ব্রাশ করে এক হাতা ব্যাটার দিন। কয়েক সেকেন্ড পর নিজেই প্যানের তলা ছেড়ে দিলে নামিয়ে রাখুন। এই ভাবে রোল এর জন্য প্যান কেক বানিয়ে নিন।

  3. 3

    কড়াইতে সাদা তেল দিয়ে রসুন, লঙ্কা, আদা কুচি দিন। একে একে চিকেন ও চিংড়ি দিন। সোয়া সস. ভিনিগার দিন। নুন মরিচ দিন। ভাজা ভাজা হলে নামান।

  4. 4

    একটা গোলা রুটি নিয়ে তাতে লম্বা লম্বি পুর ভরে মাথার দুদিক ভাঁজ করে রোল করুন। ময়দার আঠা দিয়ে আটকে দিন। এমন ভাবে বাকি রোল গুলো গড়ে রাখুন।

  5. 5

    তেল গরম হলে মাঝারি আঁচে একটু সময় নিয়ে সোনালী করে ভেজে তুলুন।

  6. 6

    গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lopamudra Bhattacharya
Lopamudra Bhattacharya @cook_17465802

Similar Recipes