বাসন্তী পোলাও(basanti polao recipe in Bengali)

Riya Samadder
Riya Samadder @cook_20259284

#ebook2
#নববর্ষ
বাঙালি প্রিয় বাসন্তী পোলাও সঙ্গে কষা মাংস বা মসলা পনির সবাই কে attraction করে।

বাসন্তী পোলাও(basanti polao recipe in Bengali)

#ebook2
#নববর্ষ
বাঙালি প্রিয় বাসন্তী পোলাও সঙ্গে কষা মাংস বা মসলা পনির সবাই কে attraction করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপগোবিন্দভোগ চাল
  2. 25গ্রামকাজু
  3. 25গ্রামকিসমিস
  4. ½চা চামচহলুদ গুঁড়া
  5. 1 চা চামচআদা কুচি
  6. 2 টেবিল চামচচিনি
  7. 1টিতেজপাতা
  8. 2 টুকরাদারুচিনি
  9. 1টিএলাচ
  10. 2টিলবঙ্গ
  11. 2 চা চামচঘি
  12. 1/2 চা চামচগরম মসলা গুঁড়া
  13. স্বাদমতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চালগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর এর মধ্যে আদা, লবণ, গরম মসলা এবং হলুদের গুঁড়া ভালো করে মিশিয়ে এক ঘণ্টা রেখে দিন। 

  2. 2

    এক ঘণ্টা পর গ্যাস মিডিয়াম আঁচে একটি কড়াইয়ে দুই চা চামচ ঘি হালকা গরম করে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন আস্ত তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কিশমিশ ও কাজু।এরপর এগুলোকে একটু হালকা করে ভেজে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন আগে থেকে মসলা মাখানো চালগুলো।

  3. 3

    এরপর সব উপকরণ ভালো করে ভেজে নিন। এর মধ্যে দিয়ে দিন দুই কাপ জল । এবার এর মধ্যে দিয়ে দিন চিনি।

  4. 4

    এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অল্প আঁচে দমে রেখে পোলাওটাকে রান্না করে নিন। এরপর গ্যাস থেকে নামিয়ে পরিবেশন করুন মজাদার বাসন্তী পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Riya Samadder
Riya Samadder @cook_20259284
রান্না করতে ভালো বাসি
আরও পড়ুন

Similar Recipes