ক্ষীরের চপ (khirer chop recipe in Bengali)

Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

#ডিলাইটফুল ডেজার্ট
ক্ষীরের চপ একটি অত্যন্ত জনপ্রিয় মিষ্টি , এটি অতি সহজে বাড়িতেই তৈরি করা যায় ।

ক্ষীরের চপ (khirer chop recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
ক্ষীরের চপ একটি অত্যন্ত জনপ্রিয় মিষ্টি , এটি অতি সহজে বাড়িতেই তৈরি করা যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৫ জনের জন্য
  1. পুরের জন্য
  2. ৫০ গ্রাম ক্ষীর
  3. ১০ টি কাজু বাদাম
  4. ১০ টি কিশমিশ
  5. ২ টেবিল চামচ চিনি
  6. ১ চিমটি জায়ফল গুঁড়ো
  7. ডো তৈরীর জন্য
  8. ৩/৪ কাপ ময়দা
  9. ২ চা চামচ ঘি
  10. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  11. ১/৪ চা চামচ হলুদ ফুড কালার (ঐচ্ছিক)
  12. প্রয়োজন অনুযায়ীঅল্প জল মাখার জন্য
  13. ১ কাপভাজার জন্য সাদা তেল
  14. সিরার জন্য
  15. ১ কাপ চিনি
  16. ৩/৪ কাপ জল
  17. ১ চিমটি কেশর
  18. ১/২ চা চামচ লেবুর রস
  19. প্রয়োজন অনুযায়ীপেস্তা কুচি সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ননস্টিক প্যানে ক্ষীর, চিনি কাজু ও কিশমিশ কুচি দিয়ে নাড়তে হবে, পরে জায়ফল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে । পুর তৈরি

  2. 2

    ময়দায় সব উপকরণ দিয়ে ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি নরম করে একটা মন্ড মেখে নিতে হবে, মন্ডটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে

  3. 3

    সিরার সব উপকরণ একটা কড়াইতে বসিয়ে এক তার কনসিসটেন্সিতে সিরা বানিয়ে নিতে হবে, লেবুর রস দিতে হবে যাতে পরে ঠান্ডা হলে দানা দানা না হয় । এবার মন্ড থেকে লেচি কেটে নিতে হবে, এক একটা লেচি হাতে নিয়ে চেপে চেপে বাটির মত করে তার মধ্যে পুর ভরে মুখটা বন্ধ করে নিতে হবে, আঙুল দিয়ে একটু গর্ত করে নিতে হবে ।

  4. 4

    কড়াইতে সাদা তেল দিয়ে একটু গরম করে কাঁচা চপ দিয়ে দিতে হবে । চপগুলো কম আঁচে দুপাশ ভেজে নিতে হবে

  5. 5

    সিরা ঠান্ডা হলে আবার একটু গরম করে ভেজে রাখা চপ দিয়ে ২ / ৩ মিনিট স্লো ফ্লেমে গরম করে নামিয়ে নিতে হবে, প্লেটে রেখে গর্তের মধ্যে কুচানো পেস্তা দিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

Similar Recipes