মালাই চপ (Malai Chop recipe in Bengali)

Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

#মিষ্টি

এটি পাউরুটি দিয়ে তৈরি এটি খেতে খুব সুস্বাদু হয়। বাড়িতে যখন মিষ্টি থাকে না বা তৈরির জন্য সব সময় উপকরণ ও থাকে না তখন বাড়িতে সামান্য উপকরণ দিয়ে 10 মিনিট তৈরি হয়ে যায় মালাই চপ ।

মালাই চপ (Malai Chop recipe in Bengali)

#মিষ্টি

এটি পাউরুটি দিয়ে তৈরি এটি খেতে খুব সুস্বাদু হয়। বাড়িতে যখন মিষ্টি থাকে না বা তৈরির জন্য সব সময় উপকরণ ও থাকে না তখন বাড়িতে সামান্য উপকরণ দিয়ে 10 মিনিট তৈরি হয়ে যায় মালাই চপ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৩ জন
  1. 4 স্লাইসপাউরুটি
  2. 500 গ্ৰামদুধ
  3. 100 গ্রামচিনি
  4. 2 চা চামচপেস্তা কুচি
  5. 1 টেবিল চামচকাজুবাদাম গুঁড়ো
  6. 12 টিকেশর
  7. 2 চা চামচআমন্ড কুচি
  8. 1/2 চা চামচএলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে দুধ প্যানে গরম হলে দুধ ফুটিয়ে 1/2 করে নিতে হবে তারপর এতে সমস্ত ড্রাই ফ্রুটস চিনি দিয়ে ভালো করে 5 মিনিট রান্না করতে হবে। দুধ ঘন হয়ে গেলে তাতে এলাচের গুঁড়া দিয়ে আরও 2 মিনিট রান্না করতে হবে।

  2. 2

    তারপর নামিয়ে রেখে দিতে হবে। এদিকে পাউরুটি র চার দিকের অংশ কেটে বাদ দিয়ে সাদা অংশ গ্লাস দিয়ে কেটে নিয়ে রাখতে হবে।

  3. 3

    এরপর দুধ হালকা গরম হলে তাতে পাউরুটি র পিস দিয়ে কিছুক্ষণ রেখে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টা ।

  4. 4

    2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন মজাদার মালাই চপ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

Similar Recipes