স্যালমন মাছের তেল ঝাল(salmon maacher tel jhaal recipe in Bengali)

Soumita Chakraborty
Soumita Chakraborty @cook_24601685
India

#sups #fish
বাঙালির রান্নাঘরে মাছ হলো একটি আবশ্যিক উপকরণ। স্যালমন মাছ একটি অত্যন্ত উপকারী ও সুস্বাদু মাছ, যা আমাদের রান্নায় এনে দেয় একটি আলাদা মাত্রা। আজকের রেসিপি টি একটি ঝটপট তৈরি হওয়া অত্যন্ত সুস্বাদু রেসিপি।

স্যালমন মাছের তেল ঝাল(salmon maacher tel jhaal recipe in Bengali)

#sups #fish
বাঙালির রান্নাঘরে মাছ হলো একটি আবশ্যিক উপকরণ। স্যালমন মাছ একটি অত্যন্ত উপকারী ও সুস্বাদু মাছ, যা আমাদের রান্নায় এনে দেয় একটি আলাদা মাত্রা। আজকের রেসিপি টি একটি ঝটপট তৈরি হওয়া অত্যন্ত সুস্বাদু রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২ জন
  1. ২ টোস্যালমন মাছের ফিলে
  2. ১টি বড় পেঁয়াজ
  3. ১টি বড়টমেটো
  4. ১ আঁটিধনেপাতা
  5. 1/2 চামচকালোজিরা
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ লবণ
  8. ১ কাপ জল
  9. মাছ ম্যারিনেট করার জন্য
  10. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1/2 চা চামচলবণ

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে মাছ ২ টি ভালোকরে ধুয়ে সেটাকে লবণ ও হলুদ গুরো মাখিয়ে ম্যারিনেট করে রাখুন।

  2. 2

    ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে মাছ ২ টি হালকা করে ভেজে নিন। স্যালমন মাছ বেশি কড়া করে ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়। ভাজা হয়েগেলে মাছ ২টি আলাদা প্লেটে তুলে রাখুন।

  3. 3

    পিয়াঁজ এর খোসা ছাড়িয়ে সেটি মিক্সী তে বেটে নিতে হবে। টমেটো টাও একই রকম ভাবে মিক্সার এ বেটে পেস্ট তৈরি করে নিতে হবে।

  4. 4

    ফ্রাইং প্যানে আরেকটু তেল দিয়ে তাতে কালোজিরা ও কাঁচা মরিচ ফোরণ দিতে হবে। এরপর পিয়াঁজ বাটা টি তেলে দিয়ে সেটিকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পিয়াঁজ এর কাচা গন্ধ চলেজায়।

  5. 5

    এরপর তাতে টমেটো বাটা দিয়ে দিতে হবে এবং ভালোকরে কষাতে হবে।

  6. 6

    পিয়াঁজ ও টমেটো ভালোকরে কষানো হলে তাতে হলুদ গুরো ও লবণ দিতে হবে। এরপর সেটাতে ১ কাপ জল দিয়ে ফ্রাইং প্যান টি ঢেকে দিতে হবে, যাতে গ্রেভি টা ফুটে ওঠে।

  7. 7

    গ্রেভি ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে। এরপর আরো ৫ মিনিট ঢেকে ঝোল টি ফোটাতে হবে। নামানোর আগে ওতে ধনেপাতা ছড়িয়ে দিতে হবে এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে রাজকীয় লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumita Chakraborty
Soumita Chakraborty @cook_24601685
India

Similar Recipes