পমফ্রেট মাছের ঝাল (Pomfret Macher Jhal recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম

#মাছের রেসিপি
#ebook2
#জামাইষষ্ঠী_রেসিপি
কথায় আছে মাছে ভাতে বাঙ্গালি। তাই বাঙালির যেকোনো অনুষ্ঠানে মাছ থাকা চাই ই চাই। সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ খেতে খুবই সুস্বাদু হয়।

পমফ্রেট মাছের ঝাল (Pomfret Macher Jhal recipe in Bengali)

#মাছের রেসিপি
#ebook2
#জামাইষষ্ঠী_রেসিপি
কথায় আছে মাছে ভাতে বাঙ্গালি। তাই বাঙালির যেকোনো অনুষ্ঠানে মাছ থাকা চাই ই চাই। সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ খেতে খুবই সুস্বাদু হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 8 টুকরোপমফ্রেট মাছ
  2. 1 টাবড়ো টমেটো কুচি
  3. 2 টোবড়ো পিঁয়াজ কুচি
  4. 6/7 টাকাঁচা লঙ্কা চেরা
  5. 2টেবিল চামচ সর্ষে বাটা
  6. 1টেবিল চামচ পোস্ত বাটা
  7. 1/2টেবিল চামচ কালোজিরা
  8. স্বাদ মতো লবণ
  9. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  10. 1টেবিল চামচ চিনি
  11. 1/2টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  12. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  13. প্রয়োজন মতো জল
  14. প্রয়োজন মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ গুলো ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    তারপর ওই তেলের কালোজিরা আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে পিঁয়াজ কুচি দিতে হবে।

  3. 3

    পিঁয়াজ হালকা লালচে হয়ে এলে টমেটো কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার লবণ, হলুদ, সর্ষে পোস্ত বাটা, লঙ্কা গুঁড়ো,চিনি দিয়ে ভালো করে কষাতে হবে।

  4. 4

    তেল ছাড়া ছাড়া হয়ে এলে পরিমান মতো জল দিয়ে ঢাকা দিতে হবে কিছুক্ষণ। ঝোল টা ফুটে উঠলে মাছ গুলো দিয়ে আবার ঢাকা দিতে হবে।

  5. 5

    ঝোল টা একটু গাঢ় হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম
রান্না আমার শখ 😍❤
আরও পড়ুন

Similar Recipes