টমেটো রসম (Tomato rasam recipe in Bengali)

Mita Modak
Mita Modak @mitaspassion

টমেটো রসম (Tomato rasam recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
5জন
  1. 3 টে বড়ো টমেটো
  2. 1টা ছোটো পেঁয়াজ (স্লাইস করে কাটা)
  3. 3-4 রসুন কুচি
  4. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  5. 7-8টা কারিপাতা
  6. 1 টুকরো তেঁতুল
  7. 1 টুকরো গুড়
  8. স্বাদমতো নুন
  9. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  10. 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  11. 2 চা চামচ রসম পাউডার
  12. 1টেবিল চামচসর্ষের তেল
  13. 1/2 চা চামচ সর্ষে
  14. 2 গ্লাস জল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    সব উপকরণ একসাথে সাজিয়ে নিয়েছি। একটা পাত্রে তেল গরম করে সরষে ফোড়ন দিয়েছি।তারপর কারিপাতা দিয়েছি।

  2. 2

    এরপর পিয়াজ,রসুন কুচি দিয়ে দিয়েছি।পিয়াজ নরম হলে টমেটো দিয়ে,নুন,হলুদ দিয়ে কম আঁচে কিছুক্ষন রান্না করেছি।

  3. 3

    টমেটো নরম হলে,সব মশলা, তেঁতুল,গুড়,দিয়ে দুই গ্লাস জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি।5মিনিট পর ঢাকা খুলে ঘন হলে,ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mita Modak
Mita Modak @mitaspassion
cooking and experiment with recipes are my Passion
আরও পড়ুন

Similar Recipes