খাসির মাংসের চর্বি দিয়ে আলুর দম ৯khasir mangsher chorbi diye aloor dum recipe in Bengali )

Sonali Banerjee
Sonali Banerjee @cook_17567384
Kona...bajar... mondal Para.... Howrah

#স্পাইসি

খাসির মাংসের চর্বি দিয়ে আলুর দম ৯khasir mangsher chorbi diye aloor dum recipe in Bengali )

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিটের মতো
৪জন এর জন্য
  1. ১০ টা/৫টামাঝারি আলু
  2. ১টা বড়টমেটো কুঁচি
  3. ১টেবিল চামচআদা বাটা
  4. ১.৫টেবিল চামচ জিরে গুঁড়ো
  5. ১চা চামচধনে গুঁড়ো
  6. ১চা চামচহলুদ গুঁড়ো
  7. ১টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়া
  8. পরিমাণ মতোগোটা গরম মশলা
  9. ১টিতেজপাতা
  10. ২টিশুকনো লঙ্কা
  11. ১/৪চা চামচগুড়ো গরম মশলা
  12. ১টেবিল চামচ+১চা চামচঘি
  13. ২ টি বড় পেঁয়াজ কুঁচি লম্বা করে কাটা
  14. ১০০-১৫০ গ্রামমাংসের চর্বি
  15. প্রয়োজন মতোসাদা তেল / সরেষর তেল + ঘি
  16. স্বাদ মতোলবণ আর চিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিটের মতো
  1. 1

    প্রথম এ আলু গুলো কেটে সিদ্ধ করে খোলা ছাড়িয়ে সরষের তেল এ ভেজে নিতে হবে তারপর কড়াই তে সরষের তেল ও১টেবিল চামচ ঘি মিশিয়ে গোটা গরম মশলা ও শুকনো, লঙ্কা ফোড়ন দিতে হবে তারপর কালারের জন্য চিনি টা স্বাদমতো দিয়ে পেঁয়াজ কুঁচি টা দিয়ে দিতে হবে।

  2. 2

    পেঁয়াজ টা একটু ব্রাউন কালার হলে একে একে টমেটো কুঁচি, হলুদ গুঁড়ো, কাশমীরি লঙ্কা র গুঁড়ো, ধনে,জিরে গুড়ো দিয়ে ভালো ভাবে কষাতে হবে মশলা থেকে তেল ছাড়লে চরবি টা দিয়ে ভালো ভাবে কষাতে হবে। তারপর ভাজা আলু গুলো দিয়ে আবারও ভালো ভাবে কষাতে হবে তারপর পরিমান মতো জল টা দিতেহবে

  3. 3

    তারপর স্বাদমতো লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে এর গা মাখা হয়ে গেলে গরম মশলা গুঁড়া ও ঘি মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে

  4. 4

    তারপর পরিবেশন করুন। সাজানোর জন্য আমি কাচা লঙ্কা, টমেটো স্লাইস ও পেঁয়াজ এর ফুল ব্যবহার করেছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sonali Banerjee
Sonali Banerjee @cook_17567384
Kona...bajar... mondal Para.... Howrah
আমি ভীষণ খেতে ভালো বাসি..... মূলত রাননা করা টা আমার প্যাশন...... আমার বেবি হওয়ার পর যেহেতু ওকে কোনো বাইরের খাবার খাওয়াতামনা তখন থেকেই আমি চেষ্টা করতাম মেয়ে কে নানা রকম খাবার বাড়ি তেই বানিয়ে খাওয়া তে.... আর আমার স্বামী আমাকে সব কাজেই উৎসাহ দেয়.... এই রান্না করা তে ও যথেষ্ট উৎসাহিত করে...... কোনো সময় হয়তো রান্না ভালো হয়নি তখন ও হাসি মুখে তা খেয়ে বলেছে করতে করতেই শিখবে..... আমি যেমন খেতে ভালো বাসি তেমনি খাওয়াতেও..... আমি বিভিন্ন ধরনের রান্না শিখতে চাই এই গ্রুপ এর সাথে যুক্ত হয়ে আমি আরও নানা ধরনের রান্না শিখতে চাই
আরও পড়ুন

Similar Recipes