আলুর দম (Aloor dum recipe in Bengali)

Swagata Mukherjee
Swagata Mukherjee @Swagata_2021
Chicago,, Illinois
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ - ৩ জন
  1. ৩০০ গ্রামআলু (মাাঝারি সাইজের আলু ২ টুকরো করে কাটা)
  2. ২টিটমেটো কুচি
  3. ১টিপেঁয়াজ-কুচি বড়
  4. ১ টেবিল চামচ করেপেঁয়াজ-বাটা, আদা ও রসুন বাটা
  5. স্বাদ অনুযায়ীচিনি সামান্য
  6. ১ চা চামচ করে লঙ্কা, হলুদ, ধনে ও জিরা গুঁড়া
  7. ২ টেবিল চামচটক দই
  8. ১/২ চা চামচগোল-মরিচ ও গোটা জিরা গুঁড়ো করা
  9. ২টি করে তেজপাতা ও এলাচ
  10. ৪টিলবঙ্গ, দারুচিনি ২ টুকরা
  11. স্বাদ অনুযায়ীলবণ
  12. পরিমাণ মতোতেল ও ধনেপাতা-কুচি
  13. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সামান্য লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে অল্প তেলে বাদামি করে ভেজে নিন।
    এবার এই প্যানেই পরিমাণ মতো তেল দিয়ে গরম করে গোটা মসলাগুলো ফোঁড়ন দিন ও পেঁয়াজ-কুচি দিয়ে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে, পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে দিন।
    এবার সব গুঁড়া মসলা ও সামান্য জল দিন। তেল ছেড়ে আসা পর্যন্ত ভাজুন।

  2. 2

    এখন টক দই, টমেটো কুচি ও লবণ দিন। টমেটো মজে যাওয়া পর্যন্ত কষতে থাকুন। তারপর ভাজা আলুগুলো দিয়ে কষতে থাকুন। আলুগুলোকে মসলার স্বাদ-গন্ধ শুষে নিতে দিন।
    এবার এতে সামান্য জল দিয়ে ফুটতে দিন। তারপর পছন্দ অনুযায়ী ঝোল শুকিয়ে নিন।

  3. 3

    গ্যাসের আঁচ কমিয়ে সামান্য চিনি দিয়ে টেলে নেওয়া গোল-মরিচ, জিরা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে, ভাল করে নাড়াচারা করে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন ইচ্ছেমত লুচি পরোটার সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swagata Mukherjee
Swagata Mukherjee @Swagata_2021
Chicago,, Illinois
নতুন নতুন রান্না শিখতে, রান্না করতে আর সেই রান্না সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে খুব ভালো লাগে 🥰.......
আরও পড়ুন

Similar Recipes