দই বড়া (doi bora recipe in bengali)

Pratima Biswas Manna
Pratima Biswas Manna @Pratima
Ahmedabad

#তেঁতো/টক রেসিপি
টক ঝাল মিষ্টি স্বাদ এর এই দই বড়া বাচ্চা থেকে বড়ো প্রায় সকলেরই খুব প্রিয়। বিকেলে স্নাকস হিসেবে এটা দারুণ যায়।। আমি আবার মাঝে মধ্যে রাতের ডিনার হিসেবেও এটা চালিয়ে দিই অনেক সময়।

দই বড়া (doi bora recipe in bengali)

#তেঁতো/টক রেসিপি
টক ঝাল মিষ্টি স্বাদ এর এই দই বড়া বাচ্চা থেকে বড়ো প্রায় সকলেরই খুব প্রিয়। বিকেলে স্নাকস হিসেবে এটা দারুণ যায়।। আমি আবার মাঝে মধ্যে রাতের ডিনার হিসেবেও এটা চালিয়ে দিই অনেক সময়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. বড়ার জন্য
  2. 150 গ্রামবিউলির ডাল
  3. 1 চা চামচআদা বাটা
  4. 1টা কাঁচালঙ্কা
  5. 1/2 চা চামচমৌরি
  6. স্বাদ মতো নুন
  7. পরিমান মতোভাজার জন্য তেল
  8. দই এর মিশ্রণ এর জন্য
  9. 300টক দই
  10. 1/2 চা চামচনুন
  11. 2 টেবল চামচচিনি
  12. 1 চা চামচভাজা মশলা গুঁড়ো
  13. 1 চা চামচচাট মশলা
  14. ধনেপাতার চাটনি এর জন্য
  15. 1/2আঁটি ধনেপাতা
  16. 2টো কাঁচালঙ্কা
  17. 1/2 চা চামচআদা বাটা
  18. স্বাদ অনুযায়ী নুন
  19. 1/2পাতিলেবুর রস
  20. সাজানোর জন্য
  21. পরিমাণ মতোতেতুল এর চাটনি
  22. প্রয়োজন অনুযায়ীঝুরিভাজা
  23. প্রয়োজন অনুযায়ীভাজা মশলা
  24. 1চা চামচচাট মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    বিউলি ডাল 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে, জল ছেঁকে নিয়ে মিক্সি তে ডাল, আদা, লঙ্কা ও মৌরি সহযোগে অল্প অল্প করে জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে ডাল বাটা আর অল্প নুন নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    এবার কড়াই তে তেল গরম করে বড়া গুলো লাল করে ভেজে নিতে হবে। অন্য একটা পাত্রে উষ্ণ গরম জলে অল্প নুন চিনি মিশিয়ে রাখতে হবে। বড়া গুলো ভেজে প্রথমে ঐ জলে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    10 মিনিট পর বড়া গুলো তুলে হালকা চেপে জল টা একটু বের করে অন্য পাত্রে রাখতে হবে। অন্য দিকে দই এর ব্যাটার টা খুব ভালো করে ফেটিয়ে ফ্রীজ এ রেখে দিতে হবে। আর মিক্সি তে ধনেপাতা, কাঁচালঙ্কা, আদা, নুন ও লেবুর রস মিশিয়ে পেস্ট করে ধনেপাতার চাটনি টা বানিয়ে নিতে হবে। চাইলে পুদিনা পাতা যোগ করতে পারেন, আমি পছন্দ করিনা বলে যোগ করিনি।

  4. 4

    এবার সব কিছু এক জায়গায় নিয়ে নিতে হবে, তারপর সার্ভিং প্লেট এ বড়া গুলো সাজিয়ে, তার উপর দই এর ব্যাটার, তেতুল এর চাটনি, ধনেপাতার চাটনি, ঝুরিভাজা, ভাজা মশলা, চাট মশলা ছড়িয়ে সার্ভ করতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratima Biswas Manna
Ahmedabad
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি নিরন্তর সেই সকল রন্ধনকারীকে সমর্থন করে চলেছে যারা অক্লান্ত ও নিরন্তর ভাবে অপরের জন্য রান্নায় প্রয়াস চালিয়ে যাচ্ছেন
আরও পড়ুন

Similar Recipes