ড্রাই চিলি পনির(dry chili paneer recipe in Bengali)

Mandal Roy Shibaranjani
Mandal Roy Shibaranjani @cook_24188845
আমি থাকি জামশেদপুর , টেলকো কলোনি।

#স্পাইসি
চটজলদি রাতে রুটির সাথে খাওয়ার জন্যে সব থেকে ইজি আর টেস্টি রেসিপি এটি।

ড্রাই চিলি পনির(dry chili paneer recipe in Bengali)

#স্পাইসি
চটজলদি রাতে রুটির সাথে খাওয়ার জন্যে সব থেকে ইজি আর টেস্টি রেসিপি এটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২জন
  1. ১৫০ গ্রামপনির কে লম্বা করে কেটে নিতে হবে
  2. ২ চা চামচভিনিগার
  3. ৪ চা চামচআদা রসুন বাটা
  4. প্রয়োজন অনুযায়ীক্যাপ্সিকাম টমেটো পেয়াজ কাচা লংকা কেটে নিতে হবে
  5. ১/২ কাপকর্ণফ্লাওয়ার
  6. ২ চা চামচময়দা
  7. ১/২ চা চামচলাল লংকা গুঁড়ো
  8. ১/২ চা চামচগোলমরিচ গুঁড়ো
  9. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  10. ১/২ চা চামচকসুরি মেথি(অপশনাল)
  11. ৪ চা চামচটমেটো সস
  12. ১ চা চামচসোয়া সস
  13. ১/২ চা চামচগ্রিন চিলি সস
  14. ২টিডিম
  15. ১/২ চা ভচামচবেকিং সোডা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে পনির গুলোকে ভিনিগার আদা রসুন বাটা দু চামচ লাল লংকা গুরো গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর ওর মধ্যে ডিম নুন চিনি কর্ণফ্লাওয়ার ময়দা বেকিং সোডা দিয়ে মাখিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর ওসব গুলো ডুবো তেল এ ভেজে নিতে হবে। এরপর ওর তেল এই পেয়াজ কুচি দিয়ে ওর মধ্যে বাদ বাকি আদা রসুন পেস্ট দিয়ে ওর মধ্যে একে একে কাপসিকাম টমেটো কাচা লংকা কুচি দিয়ে নাড়িয়ে ওর মধ্যে সোয়া সস গ্রিন চিলি সস আর টোমতো সস দিয়ে সামান্য চিনি দিয়ে ভালো করে একটু সতে করে ওর মধ্যে পনিরের পকোড়া গুলো দিয়ে একবার নাড়িয়ে গ্যাস অফ করে সার্ভ করলেই রেডী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mandal Roy Shibaranjani
Mandal Roy Shibaranjani @cook_24188845
আমি থাকি জামশেদপুর , টেলকো কলোনি।
আমি একজন হাউস ওয়াইফ। রান্নার প্রতি ভালোবাসা ছোটো থেকেই আমার মা কে দেখে শেখা।
আরও পড়ুন

Similar Recipes