গরম মশলা গুঁড়ো Garam masala recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#গরম মসলা
বাড়ীর তৈরি সমস্ত মসলা ই শ্রেষ্ঠ হয়। যেমন গরম মশলা আমি ছোটো থেকেই মা ঠাকুমা কে বাড়ীতে তৈরি করে কৌটোর মধ্যে রাখতে দেখেছি। ঠিক সেরকম আমি ও করি। তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। আজ গরম মশলা বানাতে গিয়ে একটা ঘটনা মনে পরে গেলো। মণিপুরের একদম দুর্গম অঞ্চলে থাকতাম কর্তার সাথে বিয়ের ২/৩ বছর পর। নুতন গিন্নি বলতে পারো। কর্তা বললেন আজ নিজের হাতে মাংস কষা করো তো। মাংস রান্না হলো। গরম মশলা দিলাম কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা তখনই ঘটলো যখন আমাদের বাংলোর দারুচিনির গাছ থেকে প্রায় ৭-৮ ইঞ্চি টুকরো দিয়ে ফেললাম এই ভেবে কি একটু বেশি দিলে স্বাদ ও বাড়বে। ওমা সে কি কান্ড মাংস থেকে ফেনা বের হতে লাগলো। কাঁচা বুদ্ধি বলে কর্তা ও হেসে উড়িয়ে দিয়েছিল ব্যপারটি।

গরম মশলা গুঁড়ো Garam masala recipe in Bengali)

#গরম মসলা
বাড়ীর তৈরি সমস্ত মসলা ই শ্রেষ্ঠ হয়। যেমন গরম মশলা আমি ছোটো থেকেই মা ঠাকুমা কে বাড়ীতে তৈরি করে কৌটোর মধ্যে রাখতে দেখেছি। ঠিক সেরকম আমি ও করি। তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। আজ গরম মশলা বানাতে গিয়ে একটা ঘটনা মনে পরে গেলো। মণিপুরের একদম দুর্গম অঞ্চলে থাকতাম কর্তার সাথে বিয়ের ২/৩ বছর পর। নুতন গিন্নি বলতে পারো। কর্তা বললেন আজ নিজের হাতে মাংস কষা করো তো। মাংস রান্না হলো। গরম মশলা দিলাম কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা তখনই ঘটলো যখন আমাদের বাংলোর দারুচিনির গাছ থেকে প্রায় ৭-৮ ইঞ্চি টুকরো দিয়ে ফেললাম এই ভেবে কি একটু বেশি দিলে স্বাদ ও বাড়বে। ওমা সে কি কান্ড মাংস থেকে ফেনা বের হতে লাগলো। কাঁচা বুদ্ধি বলে কর্তা ও হেসে উড়িয়ে দিয়েছিল ব্যপারটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫ মিনিট
  1. ২ টিবড় এলাচ
  2. ৭ টিছোট এলাচ
  3. ৭ টিলবঙ্গ
  4. ৪ টিদারুচিনির ছোট টুকরো
  5. ৭ টিগোলমরিচ দানা

রান্নার নির্দেশ সমূহ

৫ মিনিট
  1. 1

    সমস্ত গোটা মসলা শুকনো খোলা তে ভেজে শীল এ গুঁড়ো করেছি।

  2. 2

    মিক্সার এ ও গুঁড়ো করা যায়। শীল এ গুঁড়ো করলে সুগন্ধ বেশী থাকে।

  3. 3

    একটি বোতলে ভরে রেখেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes