ভেজিটেবল পনির মশলা পোলাও (vegetable paneer masala pulao recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#CookpadTurns6

শুভ জন্মদিন কুকপ্যাড
কুকপ্যাড এর জন্মদিন উপলক্ষে আমি তৈরি করেছি ভীষণ মজার পনির মশলা পোলাও।

ভেজিটেবল পনির মশলা পোলাও (vegetable paneer masala pulao recipe in Bengali)

#CookpadTurns6

শুভ জন্মদিন কুকপ্যাড
কুকপ্যাড এর জন্মদিন উপলক্ষে আমি তৈরি করেছি ভীষণ মজার পনির মশলা পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপ বাসমতী চাল
  2. ২ টি মাঝারি পেঁয়াজ
  3. ১/২ ইঞ্চি আদা
  4. ২ টো কাঁচা লঙ্কা (এই আদা আর কাঁচা লঙ্কা বেটে রাখতে হবে)
  5. ১বাটি ফুলকপি ছোট টুকরো করে কাটা
  6. ১ টা মাঝারি গাজর ছোট টুকরো করে কাটা
  7. ১ টি ক্যাপ্সিকাম পাতলা স্লাইস করে কাটা
  8. ১০০ গ্রাম পনির কিউব সেপে কাটা
  9. ৬-৭ টা কাজু
  10. ২ টেবিল চামচ ঘি
  11. ১ টেবিল চামচ সাদা তেল
  12. ১টা তেজপাতা
  13. ১টা বড় এলাচ
  14. ৩-৪ টা গোলমরিচ
  15. ১/২ ইঞ্চি দারচিনি
  16. ১/২ চা চামচ গোটা জিরে
  17. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  18. ১চা চামচ কাশ্মীরী লাল লঙ্কা গুঁড়ো
  19. ১চা চামচ ধনে গুঁড়ো
  20. ১ চা চামচ কেওড়া জল
  21. স্বাদ মতনুন
  22. ১টা টমেটো ছোট টুকরো করা
  23. পরিমাণ মতধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বাসমতী চালের ভাত রান্না করে আলাদা রেখে দিয়েছি তারপর কড়াই এ ঘি/সাদা তেল গরম করে ওতে তেজপাতা, বড়ো এলাচ, গোলমরিচ আর গোটা জিরে দিয়ে ভেজে মশলার গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হলে ওতে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেজে নিয়ে একে একে ফুলকপি, গাজর, ক্যাপ্সিকাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর কাজু (৬-৭), কেওড়া জল আর নুন দিয়ে নেড়েচেড়ে তারপর টমেটো কুচি দিয়ে নাড়তে হবে ।

  3. 3

    তারপর ওর মধ্যে পনির দিয়ে ও সব মশলা দিয়ে কষিয়ে নিতে হবে ।

  4. 4

    তারপর রান্না করা ভাত দিয়ে নেড়েচেড়ে ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে আরো ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
    অন্য একটা ছোট প্যানে বাকি এক চামচ ঘি গরম করে ওতে কাঁচা লঙ্কা কুচি, কিছু কাজু, আর এক চিমটে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ১৫ মিনিট পর পোলাও এর উপর ছড়িয়ে দিলেই তৈরি ভেজিটেবল মশলা পোলাও।এবার নিজের পছন্দ মত পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes