গরম মশলা (garam masala recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

এই গরম মশলা টা বানিয়ে রাখলে চিকেন, মটন, মাছ বা পোলাও তে দিলে স্বাদ আরো বেরে যায় ।

গরম মশলা (garam masala recipe in bengali)

এই গরম মশলা টা বানিয়ে রাখলে চিকেন, মটন, মাছ বা পোলাও তে দিলে স্বাদ আরো বেরে যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৮ টা শুকনো লংকা
  2. ৩ টা তেজপাতা
  3. ৪ টা বড় এলাচ
  4. ৫-৬ টা ছোট এলাচ
  5. ১ চা চামচ গোলমরিচ
  6. ১/২ চা চামচ লবঙ্গ
  7. ৪-৫ টুকরো দারুচিনি
  8. ১ টেবিল চামচ জিরা
  9. ১/২ টেবিল চামচ মোউরি
  10. ২-৩ টা জয়িত্রী

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে গ্যাসে তাওআ বসিয়ে গরম করে শুকনো লংকা ভেজে তুলে নিতে হবে তারপর সব মশলা একাক করে দিয়ে ভেজে নিতে হবে

  2. 2

    সব ভাজা হলে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে ।

  3. 3

    এবার মিক্সিং জারে দিয়ে পাউডার তৈরি করে নিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes