বাসন্তী পোলাও(Basanti polou recipe in Bengali)

Sunny Chakrabarty
Sunny Chakrabarty @cook_22015428

গন্ধে মম করা পোলাও সঙ্গে মাংসই হোক বা ডিমের কষা কিম্বা আলুর দম

বাসন্তী পোলাও(Basanti polou recipe in Bengali)

গন্ধে মম করা পোলাও সঙ্গে মাংসই হোক বা ডিমের কষা কিম্বা আলুর দম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 4 কাপগোবিন্দভোগ চাল
  2. 2টেবিল চামচ সাদা তেল
  3. 2টেবিল চামচ ঘি
  4. 4টা তেজ পাতা
  5. 9-10টা ছোট এলাচ
  6. 2 ইঞ্চিসমান দারচিনি
  7. 4-5টা লবঙ্গ
  8. পরিমাণ মতোকাজু
  9. পরিমাণ মতোকিসমিসস
  10. 1/4 চামচখাবার রং দুধে গুলে রাখা।
  11. 1 চা চামচলঙ্কার গুড়া (ইচ্ছা অনুসারে)
  12. স্বাদ অনুসারেলবণ ও চিনি
  13. 8 কাপ ফুটিয়ে গরম করে রাখা জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    গোবিন্দ ভোগ চাল একঘন্টা জলে ভিজিয়ে ছাকনিতে জল ঝড়িয়ে ঝড়ঝড়ে করে নিতে হবে

  2. 2

    প্যনে সাদাতেল গরম করে তেজ পাতা ফোড়ন দিতে হবে এরপর লবঙ্গ,দারচিনি,এলাচ দিয়ে নাড়াচাড়া করতে হবে,গরম মশলার গন্ধ ছাড়লে চালটা ঢেলে দিতে হবে। চালটা খুবভালো করে তেলে ভাজতে হবে দেখতে হবে চাল যেন ভেঙে না যায়।

  3. 3

    চালটা ভাজা হয়ে গেল গরম করে রাখা জল আস্তে আস্তে ঢালতে হবে চালটা দলা না হয়ে যায় সে দিকে নজর দিতে হবে এবং নেড়ে দিতে হবে।

  4. 4

    চালের মধ্যে নুন চিনি লঙ্কার গুড়া কাজু কিসমিস দিয়ে ঢাকা দিতে হবে।

  5. 5

    চালটা আধ সেদ্ধ হলে দুধে গোলা খাবার রং ও ঘি দিতে হবে।

  6. 6

    চালচা পুরো সেদ্ধ হয়ে গেলে গ্যস বন্ধ করতে হবে। বাসন্তী পোলাও তৈরী,প্রথম অবস্থায় একটু দলা মনে হলেও যত সময় যাবে তত ঝড়ঝড়ে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunny Chakrabarty
Sunny Chakrabarty @cook_22015428

Similar Recipes