পাপড়ি চাট(papri chaat recipe in Bengali)

Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

#নোনতা
এটি একটি খুব মুখরোচক খাবার, ছোট-বড় সবার প্রিয়। স্ন‍্যাক্স হিসেবে খুব ভালো।

পাপড়ি চাট(papri chaat recipe in Bengali)

#নোনতা
এটি একটি খুব মুখরোচক খাবার, ছোট-বড় সবার প্রিয়। স্ন‍্যাক্স হিসেবে খুব ভালো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০মিনিট
৩ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১ টেবিল চামচ আটা
  3. ১ টেবিল চামচ সুজি
  4. ১ টেবিল চামচ সাদা তেল
  5. ১/২ চা চামচ কালো জিরে
  6. স্বাদ মতোনুন
  7. ১ টা আলু সেদ্ধ
  8. ২ টেবিল চামচ মটরকড়াই ভিজিয়ে, সেদ্ধ করা
  9. ১ টাপেঁয়াজ কুচি
  10. ৫-৬ টা কাঁচা লঙ্কা কুচি
  11. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  12. প্রয়োজন অনুযায়ীঝুরি ভাজা
  13. ৫-৬ টেবিল চামচ ফেটানো টক দই
  14. ৫-৬ টেবিল চামচ টমেটোর সস
  15. ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  16. পরিমাণ মতবিট নুন
  17. ১ চা চামচ চাট মশলা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০মিনিট
  1. 1

    ময়দা, আটা,সুজি,কালো জিরে, নুন ও সাদা তেল দিয়ে মেখে ১ ঘন্টা রেখে দিতে হবে।

  2. 2

    তারপর ওখান থেকে বড় একটা লেচি কেটে,বড় করে বেলে নিতে হবে।

  3. 3

    এবার একটা বাটি দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে।

  4. 4

    কাটার পর কাটা দিয়ে চারিদিকে ফুটো ফুটো করে নিতে হবে।

  5. 5

    এবার ডুবো তেলে ভেজে নিতে হবে দুপিঠ লখল করে।

  6. 6

    পাপড়ি গুলো ভেজে তুলে নিয়ে, একটা পেপার এ তেল ঝরাতে রেখে দিন।

  7. 7

    এবার পাপড়ি গুলো সব বাকি জিনিস দিয়ে সাজিয়ে দিতে হবে।এক এক করে।

  8. 8

    প্রথমে পাপড়ি দিতে হবে।তারপর সেদ্ধ করা কুচনো আলুও সেদ্ধ কড়াই দিতে হবে।এবার নুন,ফেটানো টক দই, টমেটোর সস্, ভাজা জিরে গুড়ো, চাট মশলা, পেয়াজ কুচি, লঙ্কা কুচি, ঝুড়ি ভাজা, বিট নুন ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

মন্তব্যগুলি (10)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Darun
Amar recipe bhalo lagle comments and onusoron plz 🌷🌷👍👍💝💝

Similar Recipes