আমসত্ত্ব সন্দেশ (aamsotto sandesh recipe in Bengali)

Tulika Banerjee
Tulika Banerjee @cook_17845865

#মিষ্টি

বাড়িতে কিছু অল্প উপকরণ দিয়ে কোনো ঝঞ্ঝাট ছাড়াই এই মিষ্টি কিছু সময়ের মধ্যেই বানানো যায়,যা ছোট বড়ো সবার খুব পছন্দের।।

আমসত্ত্ব সন্দেশ (aamsotto sandesh recipe in Bengali)

#মিষ্টি

বাড়িতে কিছু অল্প উপকরণ দিয়ে কোনো ঝঞ্ঝাট ছাড়াই এই মিষ্টি কিছু সময়ের মধ্যেই বানানো যায়,যা ছোট বড়ো সবার খুব পছন্দের।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৬জন
  1. ৫০০লিটার দুধ
  2. ১৫০ গ্রামকাঁচা পনির
  3. ৪ টে এলাচ
  4. ২০০ গ্রাম আমশক্ত
  5. ৭/৮টা কাজু
  6. ৭/৮টা আলমন্ড
  7. ১ কাপ কনডেন্স মিল্ক
  8. ১ চা চামচ ঘি
  9. সাজানোর জন্য:
  10. ৬/৭টা পেস্তা ডাস্ট করা
  11. প্রয়োজন অনুযায়ীকেশর

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    দুধ গরম করে ফোটাতে হবে।।

  2. 2

    দুধ ফুটলে পাত্রের চারিপাশে যে সর পড়বে সেটা ঘষে আবার দুধের মধ্যে দিয়ে দিতে হবে।।

  3. 3

    ৪ টে এলাচ এর দানা বের একটু থেঁতো করে নিতে হবে

  4. 4

    এলাচ গুঁড়ো টা দিয়ে দিতে হবে

  5. 5

    পনির গ্রেড করে দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে

  6. 6

    আলমন্ড ও কাজু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিতে হবে।।

  7. 7

    কিছুক্ষন ফোটানোর পর কনডেন্স মিল্ক দিয়ে দিতে হবে

  8. 8

    এইভাবে নাড়তে নাড়তে শুকনো হয়ে আসলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে হবে।।

  9. 9

    আমসত্ত্ব থেকে একটা একটা করে স্লাইস গুলো খুলতে হবে প্রত্যেকটার

  10. 10

    হাতে অল্প ঘি বুলিয়ে মিশ্রণ তৈরি করে একটা ছোট বল তৈরি করে একটু লম্বাটে করে নিতে হবে।।

  11. 11

    এবার আমসত্ত্ব এর একধারে রেখে রোল করে নিতে হবে।

  12. 12

    পরিবেশনের সময় ওপর থেকে পেস্তা ডাস্ট ও কেশর দিলেই তৈরি আমসত্ত্ব সন্দেশ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tulika Banerjee
Tulika Banerjee @cook_17845865

Similar Recipes