ঝাল ঝাল ডিম কষা(dim kosha recipe in Bengali)

Sreyashee Mandal
Sreyashee Mandal @cook_24442016
Khardah

#স্পাইসি
ডিম আমাদের সকলেরই বেশ প্রিয়। তার
মধ্যে এই করোনার সময় সকলেই বলছে ডিম খাওয়ার কথা, কেননা ডিমে আছে হাই প্রোটিন। তাই শরীর এবং জিভের কথা মনে রেখে বানিয়ে ফেললাম খুব কম তেলে ডিম কষা।

ঝাল ঝাল ডিম কষা(dim kosha recipe in Bengali)

#স্পাইসি
ডিম আমাদের সকলেরই বেশ প্রিয়। তার
মধ্যে এই করোনার সময় সকলেই বলছে ডিম খাওয়ার কথা, কেননা ডিমে আছে হাই প্রোটিন। তাই শরীর এবং জিভের কথা মনে রেখে বানিয়ে ফেললাম খুব কম তেলে ডিম কষা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ৪ টে ডিম সেদ্ধ
  2. ২ টো আলু বড় বড় করে কেটে হাফ সেদ্ধ করে নেওয়া
  3. ২ টো পেঁয়াজ কুচি
  4. ৩ টুকরো আদা থেঁতো
  5. ৪ কোয়া রসুন থেঁতো
  6. ৩ টে কাঁচা লঙ্কা
  7. ১ টা টমেটো পেস্ট
  8. ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  9. ২ টেবিল চামচ জিরে ধনে গুঁড়ো
  10. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া
  12. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  13. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ২ টেবিল চামচ ফেটানো টকদই
  15. ১ চা চামচ ঘি
  16. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  17. ২ টেবিল চামচ সরষের তেল
  18. প্রয়োজন অনুযায়ীজিরে, তেজপাতা ফোঁড়নের জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ডিম ও আলু সেদ্ধ করে নিতে হবে। ডিমের খোসা ছাড়িয়ে গা চিরে নিতে হবে।

  2. 2

    আদা, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, টমেটো মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে ২ টেবিল চামচ সঃতেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে মিক্সির ওই পেস্ট টা দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লংকা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণমতো নুন, চিনি দিয়ে হাল্কা আঁচে ভালো ভাবে ঢেকে ঢেকে কষাতে হবে।

  4. 4

    কষানো হয়ে এলে তার মধ্যে ফেটানো টকদই, সেদ্ধ করা চেরা ডিম ও আলু দিয়ে আরো একটু নাড়িয়ে পরিমাণমতো গরম জল ঢেলে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ।

  5. 5

    ঝোল ফুটে ঘন হয়ে এলে ঢাকা খুলে গরমমশলা গুঁড়ো ও ঘি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি। গরম ভাতের সাথে অসাধারণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sreyashee Mandal
Sreyashee Mandal @cook_24442016
Khardah

Similar Recipes