করলা পেঁয়াজ ভাজা (Karela peyaj bhaaja recipe in Bengali)

Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)

#তেঁতো/টক

এই ডিস টি মেইনলি মধ‍্যপ্রদেশ এর এক রেস্টুরেন্টে খাওয়া, গরম রাইস এর সাথে বেশ ভালোই লাগে তাই ঐ রেস্টুরেন্ট স্টাইলে আমি ঘরে কুক করে খাই।

করলা পেঁয়াজ ভাজা (Karela peyaj bhaaja recipe in Bengali)

#তেঁতো/টক

এই ডিস টি মেইনলি মধ‍্যপ্রদেশ এর এক রেস্টুরেন্টে খাওয়া, গরম রাইস এর সাথে বেশ ভালোই লাগে তাই ঐ রেস্টুরেন্ট স্টাইলে আমি ঘরে কুক করে খাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10মিনিট।
3জন।
  1. 2 টো করলা কুচি
  2. 1টি পেঁয়াজ
  3. স্বাদমতো নুন
  4. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  5. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  6. 1 চা চামচসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

10মিনিট।
  1. 1

    প্রথমে ফ্লেইম অন্ করে (লো-টু মিডিয়াম ফ্লেইমে)প‍্যানে 1চামচ সরষের তেল নিয়ে নেব, এরপর নুন-হলুদ দিয়ে করলা মেখে প‍্যানে ফ্রাই করবো।

  2. 2

    এরপর একটি ঢাকনা দিয়ে 5মিনিট মতো ফ্রাই করে নেব ঢাকনা দেওয়ার ফলে করলা ভাপে সেদ্ধ হয়ে যাবে।

  3. 3

    5মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে স্লাইস্ করা পেঁয়াজ কুচি দিয়ে হাল্কা ফ্রাই করে নেব।

  4. 4

    এরপর উপর থেকে 1/2চা চামচ গোলমরিচ ছড়িয়ে গরম গরম রাইস দিয়ে সার্ভ করবো করলা পেঁয়াজ ভাজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)
Love Cooking 😍❤
আরও পড়ুন

Similar Recipes