করলা আলুর ঝাল (karela alur jhal recipe in Bengali)

Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)

#তেঁতো/টক।

মিষ্টি করলার এই রেসিপি সাধারণ ভাবে বানানো হয়েছে তেঁতো ভাব কাটানোর জন‍্য।

করলা আলুর ঝাল (karela alur jhal recipe in Bengali)

#তেঁতো/টক।

মিষ্টি করলার এই রেসিপি সাধারণ ভাবে বানানো হয়েছে তেঁতো ভাব কাটানোর জন‍্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট।
3জন।
  1. 3টি করলা লম্বা করে পিস করা
  2. 1টি আলু লম্বা করে কাটা
  3. 3 চা চামচফেঁটানো টক দই
  4. 1/2 চা চামচআদা পেস্ট
  5. 1 চা চামচকাঁচা লঙ্কা পেস্ট
  6. 1/2 চা চামচজিরে পাউডার
  7. স্বাদমতোনুন
  8. প্রয়োজন অনুযায়ীহলুদ গুঁড়ো
  9. পরিমাণ মতো সরষের তেল
  10. 1/2 চা চামচপাঁচফোড়ন
  11. 1টি শুকনো লঙ্কা
  12. 1 চা চামচটমেটো কুচি
  13. পরিমাণমতো জল

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট।
  1. 1

    প্রথমে আলু ফ্রাই করে নিতে হবে।

  2. 2

    এরপর করলা ফ্রাই করে নেব।

  3. 3

    এবার মশলার একটি পেস্ট বানিয়ে নেব - একটি বাটিতে 3চামচ ফেঁটানো টক দই,1/2চামচ আদা পেস্ট, 1চামচ কাঁচা লঙ্কা পেস্ট, 1/2চামচ জিরে পাউডার মিক্সড্ করে মশলা টি বানিয়ে নেব।

  4. 4

    এরপর কড়ায় তেল দিয়ে পাঁচফোড়ন, 1টি শুকনো লঙ্কা ফোঁড়ন দিতে হবে।

  5. 5

    এরপর টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে নেব টমেটো টা গলে যাওয়া পর্যন্ত।

  6. 6

    টমেটো গলে গেলে মিক্সড্ করা মশলার পেস্ট দিয়ে ফ্রাই করে আলু ও করলা কষে নেব।

  7. 7

    কষার পর পরিমাণমতো নুন,হলুদ, ও জল দিয়ে ঢাকনা দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন‍্য।

  8. 8

    সেদ্ধ হয়ে হাল্কা রসালো হয়ে এলে নাবিয়ে নেব।

  9. 9

    গরম ভাতের সঙ্গে সার্ভ করবো করলা আলুর ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)
Love Cooking 😍❤
আরও পড়ুন

Similar Recipes