মুড়িঘন্ট (Muri ghonto recipe in Bengali)

Arpita Karmakar
Arpita Karmakar @cook_25322059

#ebook2

নববর্ষের দিনের এক অনবদ্য পদ মুড়ি ঘন্ট ।

মুড়িঘন্ট (Muri ghonto recipe in Bengali)

#ebook2

নববর্ষের দিনের এক অনবদ্য পদ মুড়ি ঘন্ট ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘ ৫ মিনিট
২ জন
  1. ২ চা চামচ গোবিন্দ ভোগ চাল
  2. ১ টা বড় কাতলা মাছের মাথা
  3. ২ টো মাঝারি সাইজের আলু
  4. ১টা মিডিয়াম সাইজের পেঁয়াজ
  5. ১ চা চামচ আদা
  6. ৬ কোয়া রসুন
  7. ১ টা তেজপাতা
  8. ৩টে ছোট এলাচ
  9. ১ টা দারচিনি
  10. ১ টা শুকনো লঙ্কা
  11. ২ টো কাঁচালঙ্কা
  12. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  14. ১ চা চামচজিরে গুঁড়ো
  15. ১ চা চামচঘি
  16. ১/২ চা চামচসাদা জিরে

রান্নার নির্দেশ সমূহ

১ঘ ৫ মিনিট
  1. 1

    কড়াই তে ৩ চামচ সরিষার তেল দিয়ে গরম হলে মাছের মাথা (৩০ মিনিট আগে নুন, হলুদ দিয়ে মেখে রাখা) ভালো করে ভেজে নিন।

  2. 2

    এরপর ছোট করে কাটা আলু ভেজে নিন।

  3. 3

    কড়াই তে সাদা জিরে, গোটা গরম মশলা (৩ টে ছোট এলাচ, দারচিনি), ১ টা শুকনো লঙ্কা, ১ টা তেজপাতা ফোড়ন দিন।

  4. 4

    এরপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হলে তাতে আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর এক এক করে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

  5. 5

    এরপর গোবিন্দ ভোগ চাল দিয়ে অল্প আঁচে ভেজে নিন। তারপর তাতে ভেজে রাখা আলু, পরিমাণ মত গরম জল দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে রাখুন ৫ মিনিট।

  6. 6

    ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছের মাথা গুলো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা চাপা দিয়ে ১৫ মিনিট রেখে দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে নিতে হবে।

  7. 7

    এরপর চাল সিদ্ধ হলে তাতে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরী মুড়িঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Karmakar
Arpita Karmakar @cook_25322059

Similar Recipes