মুড়ি ঘণ্ট (MurI Ghonto recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#GA4
#Werk5
বাঙালির হেঁশেল এর ট্র্যাডিশনাল খাবার আজ সবার সাথে শেয়ার করবো। যেটি কে মুড়ি ঘণ্ট বলে।

মুড়ি ঘণ্ট (MurI Ghonto recipe in Bengali)

#GA4
#Werk5
বাঙালির হেঁশেল এর ট্র্যাডিশনাল খাবার আজ সবার সাথে শেয়ার করবো। যেটি কে মুড়ি ঘণ্ট বলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ -৩০ মিনিট
৩ জন
  1. ১ টি বড়মাছের মাথা
  2. ১/২কাপগোবিন্দ ভোগ চাল
  3. ২টিমাঝারি আলু
  4. ১/২গাজর
  5. ৫-৬ টিফুল কপির ছোটো টুকরো
  6. ১টি বড় পেঁয়াজ
  7. ১ টেবিল চামচআদা রসুন বাটা
  8. ১চা চামচগোটা জিরে
  9. ১টিতেজপাতা
  10. ২ টিদারচিনির ছোটো ছোটো টুকরো
  11. ২টিছোটো এলাচ
  12. ৩-৪টিলবঙ্গ
  13. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  14. ১/২চা চামচলঙ্কা গুঁড়ো
  15. ১চা চামচধনে গুঁড়ো
  16. ১/২চা চামচজিরে গুঁড়ো
  17. ২চা চামচচিনি
  18. ১চা চামচগরম মসলা গুঁড়ো
  19. ১চা চামচঘি
  20. ৪ টেবিল চামচসরষে তেল
  21. স্বাদমতোনুন
  22. ৪কাপজল

রান্নার নির্দেশ সমূহ

২৫ -৩০ মিনিট
  1. 1

    কড়া তে ৩ টেবিল চামচ তেল গরম করে মাছের মাথা নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। আলু, গাজর ও ফুলকপি ভেজে নিতে হবে। কড়া তে ১ টেবিল চামচ তেল গরম করে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মসলা দিয়ে ১ মিনিট ভেজে কুচানো পেঁয়াজ যোগ করে ২/৩ মিনিট ভেজে আদা রসুন বাটা যোগ করে নেড়ে নিতে হবে।

  2. 2

    আধ ঘন্টা ভিজিয়ে রাখা গোবিন্দ ভোগ যোগ করে ২/৩ মিনিট নেড়ে নিতে হবে। এবার সমস্ত ভাজা সব্জি, গুঁড়ো মসলা ও স্বাদমতো নুন যোগ করে নাড়াতে হবে ১ মিনিটের জন্য। জল যোগ করে ফুটে উঠলে মাছের মাথা মিশিয়ে ফুটে উঠলে আঁচ কমিয়ে ঢেকে রাখতে হবে ১৫ মিনিট বা আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে যাতে করে সবটা সমান আঁচ পায়।

  3. 3

    জল শুকিয়ে গেলে ঘি, গুঁড়ো শাহী গরম মসলা, ও চিনি মিশিয়ে নাড়িয়ে নিয়ে পরিবেশন করতে হবে মুড়ি ঘণ্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes