গার্লিক চিপ্স

Shilpa Taran Ghosh
Shilpa Taran Ghosh @cook_13409824
Kolkata

#ভাজার রেসিপি
এটা রসুনের চিপ্স হলেও বিন্দু মাত্র রসুনের উগ্র গন্ধ ছাড়া মচমচে ও অন্য স্বাদের।

গার্লিক চিপ্স

#ভাজার রেসিপি
এটা রসুনের চিপ্স হলেও বিন্দু মাত্র রসুনের উগ্র গন্ধ ছাড়া মচমচে ও অন্য স্বাদের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25মিনিট
2জন
  1. 6 টিখুব বড় কোয়া সহ রসুন
  2. 1 চা চামচভিনিগার
  3. স্বাদ মতনুন
  4. কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ
  5. 2 কাপফুটন্ত গরম জল
  6. সাদা তেল ভাজার জন্য
  7. গোলমরিচ গুঁড়ো
  8. 3 চিমটিপার্সলে পাতা কুচি বা অরিগ্যানো
  9. 1 চিমটিবেকিং সোডা

রান্নার নির্দেশ সমূহ

25মিনিট
  1. 1

    রসুনের খোসা ছাড়িয়ে লম্বালম্বী স্লাইস করে নেবো।(না খুব মোটা না খুব পাতলা স্লাইস)

  2. 2

    এবার গরম জলের মধ্যে অল্প একটু নুন,ভিনিগার দিয়ে রসুন স্লাইস গুলো 1ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার জল ঝেড়ে একটা শুকনো কাপড়ের উপর পাতিয়ে শুকাতে দিতে হবে।

  4. 4

    এবার একটা পাত্রে কর্নফ্লাওয়ার,স্বাদ মত নুন,গোলমরিচ গুঁড়ো,বেকিং সোডা সব একসাথে মিশিয়ে তারমধ্যে রসুন গুলো দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    রসুনের গায়ে ভালো ভাবে ডাস্টিং হয়ে গেলে অতিরিক্ত গুঁড়ো গুলো ভালো করে ঝেড়ে ফেলে দিতে হবে।

  6. 6

    এবার তেল ভালো ভাবে গরম করে নিতে হবে। আঁচ আস্তে দিয়ে অল্প অল্প করে দিয়ে হবে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে।

  7. 7

    ভাজার সময় খেয়াল রাখতে হবে।কারণ এটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই তাড়াতাড়ি ভেজে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpa Taran Ghosh
Shilpa Taran Ghosh @cook_13409824
Kolkata
cook not my love it's my passion
আরও পড়ুন

Similar Recipes