চিলি চিকেন ফ্রাই (Chilli chicken fry recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#c1
#Week1
আমি বানিয়েছি ড্রাই চিলি চিকেন । এটা স্ন্যাক্স হিসাবে খেতে ভালো । খুব তাড়াতাড়ি হয়ে যায় । ঝাল নিজের ইচ্ছা মতো কম বেশি করে নিলেই হলো ।

চিলি চিকেন ফ্রাই (Chilli chicken fry recipe in bengali)

#c1
#Week1
আমি বানিয়েছি ড্রাই চিলি চিকেন । এটা স্ন্যাক্স হিসাবে খেতে ভালো । খুব তাড়াতাড়ি হয়ে যায় । ঝাল নিজের ইচ্ছা মতো কম বেশি করে নিলেই হলো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জনের জন্য
  1. 300 গ্রামমুরগির বুকের মাংস
  2. 1 টাডিমের সাদা অংশ
  3. 1/2 চা চামচগোলমরিচ
  4. 2টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  5. 2-3 চা চামচসয়াসস
  6. 1 চা চামচভিনিগার
  7. 1 চা চামচরসুন থেঁতো
  8. 1/2 চা চামচনুন
  9. 10-12 টাকাঁচালঙ্কা
  10. পরিমাণ মতভাজার জন্য তেল
  11. সসের জন্য
  12. 2টেবিল চামচ তেল
  13. 1 টাপেঁয়াজ কুচি
  14. 3টেবিল চামচ রসুন কুঁচি
  15. 1টেবিল চামচ আদা কুঁচি
  16. 1টেবিল চামচ ধনে পাতার ডাটা কুঁচি
  17. 2টেবিল চামচ পেঁয়াজ পাতা কুঁচি
  18. 2টেবিল চামচ ধনে পাতা কুঁচি
  19. 1 টাছোট ক্যাপ্সিকাম লম্বা করে কাটা
  20. 1 টাপেঁয়াজ টুকরো করা
  21. 2টেবিল চামচ সয়াসস
  22. 1 চা চামচভিনিগার
  23. 1/2 চা চামচগোলমরিচ
  24. 1/3 চা চামচচিনি
  25. 1টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ জলে গুলে নিয়েছি ।
  26. 3/4 কাপচিকেন স্টক
  27. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1
  2. 2

    5 -6 টা লঙ্কা 2 টেবিল চামচ জল দিয়ে পেস্ট করে রেখেছি । কড়াই গরম হতে দিয়েছি । এবার পরিমান মতো তেল দিয়ে গরম হতে দিয়েছি । মিডিয়াম হাই আঁচে মুরগির টুকরো গুলো সেদ্ধ হওয়া / হাল্কা রং হলে উঠিয়ে নিয়েছি । 2 থেকে2.5 মিনিটেই সেদ্ধ হয়ে যাবে ।

  3. 3

    এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়েছি । গরম হলে পেঁয়াজ কুচি,রসুন কুঁচি, আদা কুঁচি দিয়ে 2 - 3 মিনিট পর্যন্ত রান্না করেছি । এবার লঙ্কা কুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে সয়াসস, ভিনিগার, চিনি, ধনে পাতার ডাটা কুঁচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে । চিকেন স্টক 1/2 কাপ দিয়েছি।

  4. 4

    ভালো করে নেড়েচেড়ে লঙ্কার পেস্ট 1 টেবিল চামচ দিয়েছি, নেড়েচেড়ে,এবার ভাজা চিকেনের টুকরো,ক্যাপ্সিকাম টুকরো, পেঁয়াজ টুকরো দিয়ে ভালোকরে মিশিয়ে বাকি চিকেন স্টক, ও গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়েছি। ভালো করে মিশিয়ে, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজপাতা কুঁচি, ধনে পাতা কুঁচি ও স্বাদ মতো নুন দিয়ে,হাই ফ্লেমে কিছুক্ষন নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি ।
    তৈরি ঝাল ঝাল চিলি চিকেন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes