গার্লিক ফ্লাওয়ার ব্রেড (garlic flower bread recipe in Bengali)

Debalina Banerjee
Debalina Banerjee @debalina249

#পছন্দেররেসিপি #sunanda

আমি এটি আমার পরিবারের কাছের মানুষ দের জন্য তৈরি করেছিলাম. নরম, গরম এবং সঙ্গে মাখন ও রসুন এর সমাহার. মুখে দিলে মিলিয়ে যাবে.

গার্লিক ফ্লাওয়ার ব্রেড (garlic flower bread recipe in Bengali)

#পছন্দেররেসিপি #sunanda

আমি এটি আমার পরিবারের কাছের মানুষ দের জন্য তৈরি করেছিলাম. নরম, গরম এবং সঙ্গে মাখন ও রসুন এর সমাহার. মুখে দিলে মিলিয়ে যাবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ১৬০ মিলি হালকা গরম জল (২৫০ মিলি যে কাপ তার ১/২ কাপ এর একটু বেশী)
  2. ১ টেবিল চামচ "সক্রিয় শুকনো ঈস্ট পাউডার"
  3. ২ টেবিল চামচ চিনি
  4. ২ কাপ ময়দা
  5. ১ চা চামচ বিট নুন
  6. ৪ টেবিল চামচ মাখন
  7. ১ টেবিল চামচ ধনে পাতা
  8. ২ টেবিল চামচ রসুন বাটা
  9. ১ চা চামচ অরিগ্যানো
  10. ১ চা চামচ চিলি ফ্লেক্স

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে ১৬০ মিলি (১/২ কাপ) এর একটু বেশি হালকা গরম জলে ২ টেবিল চামচ চিনি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম. এবার ১ টেবিল চামচ "সক্রিয় শুকনো ঈস্ট পাউডার" " মিশিয়ে নিলাম ভালো করে. তারপর ঢাকা দিয়ে ৭ মিনিট রেখে দিলাম.

  2. 2

    এবার ৭ মিনিট পরে ওই ঈস্ট এর পাত্রে ২ কাপ ময়দা, এক চা চামচ বিট নুন আর ২ টেবিল চামচ মাখন ভালো করে মিশিয়ে নিয়ে ময়দা মেখে নিলাম. এবার ওই ময়দান তাল এর উপর ১ টা পাতলা প্লাস্টিকের ঢাকা দিয়ে কোনো গরম জায়গায় ১ ঘন্টা রেখে দিয়েছি. এতে ময়দা ভালো ফুলে উঠবে.

  3. 3

    একটা পাত্রে ২ টেবিল চামচ তরল মাখন, ১ টেবিল চামচ ধনে পাতা কুচি আর রসুন বাটা ২ টেবিল চামচ ভালো করে মিশিয়ে নিলাম.

  4. 4

    ১ ঘন্টা পরে ফুলে ওঠা ময়দা তাল থেকে ৪ খানা লেচি কেটে নিলাম. এবার ওই চারটি লেচি থেকে ছুরি দিয়ে আরো ১৬ খানা লেচি কেটে নিলাম. এবার লুচি যেভাবে বেলি, ওরকম ছোট্ট লুচি ১৬ টা তৈরি করে নিলাম অল্প ময়দা লাগিয়ে. এবার প্রত্যেক লুচি র উপর ওই রসুন মাখন ধনে পাতা মিশ্রণ ব্রাশ করে দিলাম. এবার ২ পাশ থেকে মুড়ে ফুল এর মত আকারের গড়ে নিলাম. উপর থেকে "অরিগেনো" আর "চিলি ফ্লেক্স" ছড়িয়ে দিলাম.

  5. 5

    একটা বেকিং ট্রে তে বাটার পেপার লাগিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়ে যে ১৬ টা ময়দা ফুল তৈরি করেছিলাম সেগুলো সুন্দর করে রেখে দিলাম.

  6. 6

    মাইক্রোওয়েভ ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াস এ "প্রিহিট" করে নিয়েছি. আমার ওভেন নিজে থেকে হয় "প্রিহিট" । যাদের অটো "প্রিহিট" হয় না তারা ৫ মিনিট করে নেবেন সময় ধরে. এবার ওভেন এর মধ্যে যে লোয়ার স্ট্যান্ড এর উপর বেকিং ট্রে বসিয়ে ২০ মিনিট কনভেকশন মোড এ বেক করে নিলেই তৈরি.

  7. 7

    সাবধানে ট্রে বের করে নিয়ে এসে উপর থেকে মাখন ব্রাশ করে নিয়ে অরিগেনো এবং চিলি ফ্লেক্স সহকারে পরিবেশন করতে হবে.

  8. 8

    যাদের বাড়িতে ওভেন নেই তারা বড় একটা কড়াই নিয়ে তার ভেতর খাবার স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ৫/৭ মিনিট মিডিয়াম থেকে বেশি আঁচে গ্যাস এর গরম করে নেবেন করাই. এবার পাত্র সমেত পাউরুটি গুলো ঢাকা দিয়ে গ্যাস এর কম-মাঝারি আঁচে ১৫/২০ মিনিট ঢাকা দিয়ে বেক করে নেবেন.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debalina Banerjee
Debalina Banerjee @debalina249
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু ঝোঁকটা বরাবরই ভীষণ বেশি, রান্নাবান্নার প্রতি। রান্নাবান্নার প্রতি আমার একটা আলাদা ভালোলাগা আছে।
আরও পড়ুন

Similar Recipes