বোয়াল মাছের ঝাল 9 boal macher jhal recipe in Bengali)

Moumita Biswas
Moumita Biswas @cook_24137801

#দৈনন্দিন রেসিপি
আমার খুব প্রিয় একটা মাছ। এটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা।ওনার হাতের এই রান্না টা অসাধারণ হয়।

বোয়াল মাছের ঝাল 9 boal macher jhal recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
আমার খুব প্রিয় একটা মাছ। এটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা।ওনার হাতের এই রান্না টা অসাধারণ হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জনের
  1. ৩ টুকরোবোয়াল মাছ
  2. ১টি আলু
  3. ১টিটমেটো ছোট
  4. ১ চা চামচগোটা জিরা(ফোড়নের জন্য)
  5. ১ চা চামচকরে লবণ,হলুদ, জিরা গুঁড়া, লঙ্কার গুঁড়া, গরমমশলা
  6. প্রয়োজন মতোসরষের তেল
  7. ১চা চামচ আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    বোয়াল মাছে নুন,হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। (ভাজার সময় ঢাকা দিয়ে দেবেন,বোয়াল মাছ খুব ফাটে)।

  2. 2

    এরপর কড়াইতে তেল গরম হলে আলু সরু করে কাটা ভেজে তুলে নিয়ে ঐ তেলে গোটা জিরা ফোড়ন দিতে হবে। একটা বাটিতে সবরকম গুঁড়া মশলা (নুন,হলুদ, লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া,) আদা বাটা,টমেটো ছোট করে কাটা সব দিয়ে জলে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার তেলে ঐ মশলার মিশ্রণ টা দিয়ে কষাতে হবে।

  4. 4

    এরপর জল দিয়ে ভেজে রাখা আলু গুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেলে ঝোল মাখামাখা হলে গরমমশলা দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Biswas
Moumita Biswas @cook_24137801

Similar Recipes