বোয়াল মাছের তেল ঝাল (boal macher tel jhal recipe in Bengali)

Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

#মাছেররেসিপি #megakitchen
শোনা কথা, আমার মায়ের বাপের বাড়ির পূর্বপুরুষরা নাকি ছিলেন খাঁটি ঢাকাইয়া বাংলাদেশি। তো সেই সুবাদে আমার দিদাও তাঁর শাশুড়ি মায়ের কাছ থেকে বিভিন্ন মাছের সুস্বাদু সব রান্না রপ্ত করতে সক্ষম হন। তাই দিদার হাতের মাছের পদ গুলো যেন অমৃতের স্বাদ বহন করতো।মামার বাড়ি যাওয়া মানেই ছিলো দিদার হাতের সেইসব অমৃতের স্বাদ আস্বাদন করা।

তারপর সময়ের সাথে সাথে জীবন ধারা পাল্টালো, চাষ বাসের জায়গা পাল্টালো, মামার বাড়ির আদর ভালোবাসা খাওয়া দাওয়া সবই হলো সময় সাপেক্ষ, সীমিত। কিন্তু এদিকে আমার মাতৃদেবী কে দেখি বয়স বাড়ার সাথে সাথে বেশ দিদার মতো করে রান্নাটা আয়ত্ব করতে পেরেছেন। আর ভোজন রসিক মেয়ের পাল্লায় পরে তো তিনি আরও উৎসাহ পান, পুরোনো দিনের সেইসব রান্না বান্নার স্বাদের জোগান দিতে। তা যাই হোক, বহুবছর পর দিদার হাতের মতো বোয়াল মাছের তেল ঝাল খেয়ে তো আমি পুরো আপ্লুত। তো আঙুল চাটতে চাটতেই মাকে চেপে ধরলাম যে বলো বলো, এই মাছের ঝোলের রেসিপি খানা তাড়াতাড়ি বলো....ব্যাস যেমন শোনা, তেমন কাজ....ঠিক করে ফেললাম যে এরে আমি রাঁধবইইইইই......
আর এই হলো তার নমুনা....আপনারা ট্রাই করে বলবেন কেমন লাগলো 🤗।

বোয়াল মাছের তেল ঝাল (boal macher tel jhal recipe in Bengali)

#মাছেররেসিপি #megakitchen
শোনা কথা, আমার মায়ের বাপের বাড়ির পূর্বপুরুষরা নাকি ছিলেন খাঁটি ঢাকাইয়া বাংলাদেশি। তো সেই সুবাদে আমার দিদাও তাঁর শাশুড়ি মায়ের কাছ থেকে বিভিন্ন মাছের সুস্বাদু সব রান্না রপ্ত করতে সক্ষম হন। তাই দিদার হাতের মাছের পদ গুলো যেন অমৃতের স্বাদ বহন করতো।মামার বাড়ি যাওয়া মানেই ছিলো দিদার হাতের সেইসব অমৃতের স্বাদ আস্বাদন করা।

তারপর সময়ের সাথে সাথে জীবন ধারা পাল্টালো, চাষ বাসের জায়গা পাল্টালো, মামার বাড়ির আদর ভালোবাসা খাওয়া দাওয়া সবই হলো সময় সাপেক্ষ, সীমিত। কিন্তু এদিকে আমার মাতৃদেবী কে দেখি বয়স বাড়ার সাথে সাথে বেশ দিদার মতো করে রান্নাটা আয়ত্ব করতে পেরেছেন। আর ভোজন রসিক মেয়ের পাল্লায় পরে তো তিনি আরও উৎসাহ পান, পুরোনো দিনের সেইসব রান্না বান্নার স্বাদের জোগান দিতে। তা যাই হোক, বহুবছর পর দিদার হাতের মতো বোয়াল মাছের তেল ঝাল খেয়ে তো আমি পুরো আপ্লুত। তো আঙুল চাটতে চাটতেই মাকে চেপে ধরলাম যে বলো বলো, এই মাছের ঝোলের রেসিপি খানা তাড়াতাড়ি বলো....ব্যাস যেমন শোনা, তেমন কাজ....ঠিক করে ফেললাম যে এরে আমি রাঁধবইইইইই......
আর এই হলো তার নমুনা....আপনারা ট্রাই করে বলবেন কেমন লাগলো 🤗।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪০মিনিট
৫ জনের
  1. ৫ টুকরো বোয়াল মাছ
  2. ১ টা পেঁয়াজ বড় অথবা ২ টো মাঝারি সাইজের, কুচি করে কাটা
  3. ১চা চামচআদা বাটা
  4. ২টেবিল চামচজিরে বাটা
  5. ১ চা চামচশুকনো লঙ্কা বাটা
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীচিনি
  9. ১ চা চামচকাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো(অপশনাল)
  10. ২ চা চামচগোটা গরম মশলা বাটা (এখানে ছোটো এক টুকরো দারচিনি, ২ টো করে লবঙ্গ আর এলাচ নিয়ে শিলে বাটা, এই রান্নায় শিলে বাটা মশলা দিলেই সেই স্বাদ পাওয়া যাবে)
  11. ২ টো তেজপাতা
  12. ১ টিটমেটো ছোটো সাইজের অথবা বড় টমেটোর হাফ টুকরো
  13. ১ টা আলু মাঝারি সাইজের ডুমো করে কাটা (এটা নিজের ইচ্ছে মতো, না দিলেও চলে, আমি দিয়েছি)
  14. পরিমান মতোসরষের তেল
  15. প্রয়োজন মতো কুসুম গরম জল

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪০মিনিট
  1. 1

    প্রথমে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ মাছের টুকরো গুলো রেখে দিতে হবে। এবার প্রথমেই আসে রান্নার সবচেয়ে ভয়ানক পর্ব—মাছ ভাজা, কেননা এই মাছ ভীষণ ফোটে, তাই ঢাল তলোয়ার নিয়ে কম তেলে কম আঁচে মাছ গুলো ভেজে রাখতে হবে।

  2. 2

    এবার আরও খানিকটা তেল দিয়ে প্রথমে আলু দিয়ে একটু গোল্ডেন করে ভেজে নিয়ে কুচোনো পেঁয়াজ দিয়ে বেশ লাল করে ভাজতে হবে, এই সময় অল্প চিনি আর তেজপাতা দুটো দিয়ে দিতে হবে।

  3. 3

    অন্যদিকে গরম মশলা বাদে সব বাটা মশলা নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে রাখতে হবে।

  4. 4

    পেঁয়াজ গোল্ডেন কালার হলেই গোলানো মশলা আর টমেটোর টুকরো দিয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে, সুন্দর গন্ধ আর রং আসে।

  5. 5

    এরপর পরিমান মতো কুসুম গরম জল দিয়ে ফুটতে দিতে হবে। ঝোল ফুটে উঠলে মাছ গুলো ছেড়ে দিতে হবে। যেমন ঘন ঝোল রাখবেন সেই বুঝে নুন মিষ্টি সব চেক করে ঝোলটা ফোটাতে হবে।

  6. 6

    সব শেষে গরম মশলা বাটা দিয়ে খানিক নেড়েই, গ্যাস বন্ধ করে দিলেই রেডি বোয়াল মাছের তেল ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

Similar Recipes