মুগ ডালের ভাজা পিঠে (mug daler bhaja pithe recipe in Bengali)

Bandana Banerjee
Bandana Banerjee @cook_26162079

#আমারপ্রথমরেসিপি
মুগ ডালের ভাজা পিঠে

এটা খুব সুন্দর একটা রান্না । খুব সহজ উপায়ে রান্না করা যায় ।
ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই রান্নাটা করা হয়েছে ।
এই রেসিপি আমার মায়ের থেকে শেখা । মায়ের হাতের ভাজা পিঠে মুখে লেগে থাকার মত ।
এই রেসিপি সারাবছর যখন তখন কেউ বানায় না । বছরের একটা নির্দিষ্ট সময় এই রেসিপি বানায় । পৌষ মাসের সংক্রান্তিতে পিঠে পার্বণের সময় এই রেসিপি বানানো হয় ।
আমার বাড়ির সব মানুষ এই রেসিপি ভীষণ ভালবাসে ।
তাই আমাকে বার বার এই রেসিপি বানাতে হয় ।

মুগ ডালের ভাজা পিঠে (mug daler bhaja pithe recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি
মুগ ডালের ভাজা পিঠে

এটা খুব সুন্দর একটা রান্না । খুব সহজ উপায়ে রান্না করা যায় ।
ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই রান্নাটা করা হয়েছে ।
এই রেসিপি আমার মায়ের থেকে শেখা । মায়ের হাতের ভাজা পিঠে মুখে লেগে থাকার মত ।
এই রেসিপি সারাবছর যখন তখন কেউ বানায় না । বছরের একটা নির্দিষ্ট সময় এই রেসিপি বানায় । পৌষ মাসের সংক্রান্তিতে পিঠে পার্বণের সময় এই রেসিপি বানানো হয় ।
আমার বাড়ির সব মানুষ এই রেসিপি ভীষণ ভালবাসে ।
তাই আমাকে বার বার এই রেসিপি বানাতে হয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 10মিনিট
৬ জনের জন্য ।
  1. ২৫০ গ্রামমুগডাল
  2. ২০০ গ্রামসিদ্ধ আলু
  3. ৫০ গ্রামচালের গুঁড়ো
  4. ১ মালানারিকেল
  5. ২৫০ গ্রামচিনি / গুড়
  6. পরিমান মতভাজার তেল
  7. ১ টেবিল চামচজিরা গুঁড়ো
  8. ১ টেবিল চামচলঙ্কা গুঁড়ো
  9. ১ চা চামচ গরমমশলা গুঁড়ো
  10. পরিমাণ মতময়দা / কর্নফ্লাওয়ার
  11. ৪টেছোট এলাচের গুঁড়ো
  12. ১ চা চামচগোটা জিরা
  13. ১ চা চামচহলুদ গুঁড়ো
  14. ৪ টেবিল চামচসরষের তেল
  15. ১ টিটমেটো বাটা
  16. ১/২ চা চামচআদা বাটা
  17. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 10মিনিট
  1. 1

    প্রথমেই নারকেল কুরিয়ে গুড় বা চিনি দিয়ে পাক করে নিতে হবে ।ছোট এলাচের গুঁড়ো মেশাতে হবে ।

  2. 2

    মুগডাল হালকা ভেজে সিদ্ধ করে নিতে হবে।আলু সিদ্ধ করে গ্রেট করে নিতে হবে ।

  3. 3

    সিদ্ধ মুগডালের সাথে গ্রেট করা আলু মিশিয়ে মাখতে হবে

  4. 4

    কড়াইতে সরষের তেল দিয়ে গরম হলে গোটা জিরা ফোড়ন দিয়ে ফোড়ন লাল হলে আদা বাটা দিতে হবে ।
    একটু নাড়াচাড়া করে জিরা গুঁড়ো, লংকা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে টমেটো বাটা দিয়ে পরিমান মত নুন দিয়ে হলুদ, সামান্য চিনি দিয়ে কষাতে হবে ।

  5. 5

    কষানো হলে ডালসিদ্ধ ও গ্রেটকরা আলু মাখা দিয়ে একটা মন্ড রান্না করতে হবে । গরম মসলা মেশাতে হবে ।
    মন্ডটা একটু শক্ত করতে ময়দা বা কর্নফ্লাওয়ার মেশাতে হবে ।

  6. 6

    ছোট ছোট লেচি কেটে পাকিয়ে মাঝখানে গর্ত করে খোল তৈরী করে খোলের মধ্যে পাক করে রাখা নারিকেল এর পুর ভরে পিঠের আকারে গড়তে হবে ।

  7. 7

    সব গুলো পিঠে গড়া হয়ে গেলে ডুবো তেলে ভেজে নিতে হবে ।
    তৈরী হয়ে যাবে মুচ মুচে মুগডালের পিঠে ভাজা ।

  8. 8

    গরম গরম ভেজে রাখা পিঠে গুলো ছড়ানো থালায় সাজিয়ে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bandana Banerjee
Bandana Banerjee @cook_26162079

Similar Recipes