শ্রীখন্ড (sreekhand recipe in Bengali)

Ambitious Gopa Dutta
Ambitious Gopa Dutta @cook_15894312

#GA4
#week1
আমি গোল্ডেন আ্যপ্রন৪ এর জন্য দই বেছে নিয়েছি।
আমার মেয়ের খুব পছন্দের একটি রেসিপি।

শ্রীখন্ড (sreekhand recipe in Bengali)

#GA4
#week1
আমি গোল্ডেন আ্যপ্রন৪ এর জন্য দই বেছে নিয়েছি।
আমার মেয়ের খুব পছন্দের একটি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২জন
  1. ২০০গ্রাম টকদই
  2. ৫০গ্রাম চিনি
  3. ১ চা চামচ এলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে টকদই একটা সূতীর কাপড়ের ওপর ৫_৬ ঘন্টা রেখে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    জল ঝরিয়ে নেওয়ার পর দই এর পরিমাণ কমে যাবে। সেজন্য জল ঝরানো পরে পরিমাণটা করে নিতে হবে।

  3. 3

    খুব ভাল করে জল ঝরে যাওয়ার পর দই একটা বড় বাটির মধ্যে নিয়ে নিতে হবে।

  4. 4

    চিনিগুড়ো এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনরকম গুটি না থাকে।

  5. 5

    এবার বাটিটি ফ্রিজে রেখে দিতে হবে তিন থেকে চার ঘণ্টা। এটা ঠান্ডা হয়ে যাবে এবং একটু জমে যাবে।

  6. 6

    বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা শ্রিখন্ড।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ambitious Gopa Dutta
Ambitious Gopa Dutta @cook_15894312

Similar Recipes