নিরামিষ রাভা ইডলি (Niramish  Rava idli in Bengali Recipe)

Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

#রথযাত্রা/জন্মাষ্টমী #ebook2 এই রেসিপিতে আমি কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি।এটি যেকোনো পুজো বাড়ির অনুষ্ঠানে বানানো যাবে।আর এই রেসিপিতে আমি খুবই সামান্য তেল ব্যবহার করেছি। যার ফলে এটি খুব স্বাস্থ্য কর খাবার।

নিরামিষ রাভা ইডলি (Niramish  Rava idli in Bengali Recipe)

#রথযাত্রা/জন্মাষ্টমী #ebook2 এই রেসিপিতে আমি কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি।এটি যেকোনো পুজো বাড়ির অনুষ্ঠানে বানানো যাবে।আর এই রেসিপিতে আমি খুবই সামান্য তেল ব্যবহার করেছি। যার ফলে এটি খুব স্বাস্থ্য কর খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জনের জন্য
  1. 👇ব্যটারের জন্য--------------------------------------------------------------------👉 4 কাপ সুজি (rava)
  2. 2 কাপটক দই
  3. স্বাদমতোনুন
  4. 1/2 চা চামচবেকিং সোডা
  5. 1চিমটিবেকিং পাউডার
  6. 1 প্যাকেটইনো
  7. পরিমান মতোজল
  8. 👇সম্বর বানানোর জন্য-----------------–---👉 2টেবিল চামচ ছোলার ডাল
  9. 1টেবিল চামচ মুগ ডাল
  10. 1 টিআলু
  11. 6 টুকরোপেঁপে ডুুমো করে কাটা
  12. 8 টুকরোকুমড়ো ডুমো করে কাটা
  13. 1 টিগাজর
  14. 1 টিবিট
  15. 7-8 টিবরবটি
  16. 1 টিমুলো
  17. স্বাদ অনুযায়ীকাঁচা লঙ্কা চেরা
  18. 1 টিবেগুন
  19. স্বাদ মতনুন
  20. 7-8 টিকারিপাতা 3-4টি লেবু পাতা
  21. 1 টিটমেটো
  22. 1টেবিল চামচ তেঁতুল জল
  23. 1 চা চামচমিহি আদা কুঁচি
  24. পরিমাণ মতোজল
  25. 👇চাটনীর জন্য-----------------------------------👉1কাপ টকদই
  26. 1 কাপনারকোল কোরা
  27. 1টেবিল চামচ কাজু বাদাম পেস্ট
  28. স্বাদ মতনুন
  29. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  30. 👇ফোড়নের জন্য---------------
  31. 1 চা চামচতেল
  32. 1/2 চা চামচগোটা সর্ষে
  33. পরিমাণ মতোকারিপাতা
  34. 1/2 চা চামচমেথি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    সুজি, টকদই,বেকিং সোডা, বেকিং পাউডার, নুন,জল,সব একসাথে ফেটিয়ে একটি ব্যটার তৈরি করে 45 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে

  2. 2

    এবার ইডলি মেকারে 3-4 টি লেবু পাতা ও জল দিয়ে গরম করতে হবে।

  3. 3

    এবার ব্যটারে ইনো মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ইডলি বাটিতে ব্যটার দিয়ে ইডলি মেকারে ঢুকিয়ে ভাপতে দিতে হবে 15 মিনিট

  4. 4

    এবার ☝️ওপরে দেওয়া সম্বরের সমস্ত উপকরণ দিয়ে, সবজি ও ডাল নিয়ে কুকারে সেদ্ধ করতে হবে।

  5. 5

    চাটনীরও ওপরে দেওয়া সমস্ত উপকরণ ☝️ নিয়ে এক সাথে ফেটিয়ে নিয়ে চাটনী তৈরি করতে হবে।

  6. 6

    এবার কড়াইতে তেল নিয়ে তাতে কারিপাতা,মেথি,গোটা সর্ষে ফোড়ন করে সম্বরে ও চাটনীতে তড়কা দিতে হবে। এছাড় সম্বরে তেঁতুল গোলা জল 1 টেবিল চামচ দিতে হবে।

  7. 7

    এবার গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

Similar Recipes