পানির টিককা পিজ্জা(Paneer tikka pizza recipe in Bengali)

Tamanna Das
Tamanna Das @tamannafoodtop

#GA4
#Week6
গোল্ডেন এপ্রোন৪ এর ষষ্ঠ সপ্তায় আমি বেছে নিয়েছি পানির, আর পানির দিয়ে বানিয়ে ফেলেছি সকলের পছন্দের পিৎজা

পানির টিককা পিজ্জা(Paneer tikka pizza recipe in Bengali)

#GA4
#Week6
গোল্ডেন এপ্রোন৪ এর ষষ্ঠ সপ্তায় আমি বেছে নিয়েছি পানির, আর পানির দিয়ে বানিয়ে ফেলেছি সকলের পছন্দের পিৎজা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-৩০ মিনিট
২দুজন
  1. ১৫০ গ্রাম পানির কিউবস
  2. ২ টেবিল চামচ টক দই
  3. ১.৫চা চামচ আদা রসুন বাটা
  4. ১ চা চামচ গরম মশলার গুঁড়ো
  5. ১/২চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  6. ১ টেবিল চামচ বেসন
  7. ১ টেবিল চামচ সর্ষের তেল
  8. ২-৩ চা চামচ সাদা তেল
  9. ১/২ কাপ সবুজ ক্যাপ্সিকাম কুচি
  10. ১/২ কাপ লাল ক্যাপ্সিকাম কুচি
  11. ১টা মাঝারি পেঁয়াজ কুচি
  12. ১চা চামচ অরিগ্যানো আর মিক্সড হার্ব
  13. ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  14. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
  15. ১কাপ চীজ

রান্নার নির্দেশ সমূহ

২০-৩০ মিনিট
  1. 1

    প্রথমে পানির টাকে ছোট ছোট কিউবস কেটে নিয়ে তাতে নুন,গরমমসলার গুঁড়ো, টক দই, লাল লঙ্কার গুঁড়ো,আদা-রসুন বাটা আর সরষের তেল দিয়ে কিছুক্ষন ম্যারিনেট করে রাখতে হবে।।

  2. 2

    এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে ম্যারিনেট করা পানির গুলো গোল্ডেন ব্রাউন করে তেলে ভেজে নিতে হবে।।

  3. 3

    এবার একটা পিৎজা ব্রেড-এর ওপর পিৎজা সস লাগিয়ে পনির,সবুজ-লাল ক্যাপ্সিকাম,পেঁয়াজ কুচি,গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, মিক্সড হার্ব আর অরিগেনো দিয়ে সাজিয়ে তার ওপরে চিজ দিয়ে দিতে হবে।।

  4. 4

    এবার মাইক্রোওভেনে ২০ মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাবে পিজ্জা।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tamanna Das
Tamanna Das @tamannafoodtop

Similar Recipes