আটা কলার প্যান কেক (Wheat Banana pancake recipe in bengali)

Poushali Mitra
Poushali Mitra @poushali19

#GA4
#Week2
দ্বিতীয় সপ্তাহের ধাঁধা থেকে আমি কলা এবং প্যান কেক বেছে নিয়ে আটা দিয়ে কলার প্যান কেক রেসিপিটি আজ তৈরি করতে চলেছি। খুব ঝটপট ও একদম অল্প উপকরণে তৈরি হয়। সকালের খাবারে বাচ্চাদের ভীষণ প্রিয়। তাহলে দেখা যাক কিভাবে আটা - কলা দিয়ে প্যান কেক বানাবো।

আটা কলার প্যান কেক (Wheat Banana pancake recipe in bengali)

#GA4
#Week2
দ্বিতীয় সপ্তাহের ধাঁধা থেকে আমি কলা এবং প্যান কেক বেছে নিয়ে আটা দিয়ে কলার প্যান কেক রেসিপিটি আজ তৈরি করতে চলেছি। খুব ঝটপট ও একদম অল্প উপকরণে তৈরি হয়। সকালের খাবারে বাচ্চাদের ভীষণ প্রিয়। তাহলে দেখা যাক কিভাবে আটা - কলা দিয়ে প্যান কেক বানাবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
2 জন
  1. 1 কাপআটা
  2. 1 টিকলা
  3. 1 টিডিম
  4. 50মিলি দুধ
  5. 1টেবিল চামচ চিনি
  6. 1/2 চা চামচবেকিং পাউডার
  7. 1 চিমটিবেকিং সোডা
  8. 3-4 ফোঁটাভ্যানিলা এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    প্রথমেই ডিম, কলা, দুধ, চিনি একটি মিক্সার গ্রাইন্ডার a 30-45 সেকেন্ড এর জন্যে ব্লেন্ড করে নেবো। তাহলে একদম পাতলা মিশ্রণ তৈরি হবে।

  2. 2

    এরপর এই মিশ্রণ এ আটা, বেকিং পাউডার, বেকিং সোডা মিশিয়ে আরেকবার 45 সেকেন্ড এর মত ব্লেন্ড করবো।

  3. 3

    ব্লেন্ড হলে 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স যোগ করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেবো।

  4. 4

    ননস্টিক প্যান গরম করে এক হাতা ব্যাটা র দিয়ে 30সেকেন্ড ঢাকা দিয়ে দেবো।

  5. 5

    30সেকেন্ড পর উল্টে দিয়ে আরো 30 থেকে 35 সেকেন্ড রেখে নামিয়ে নিলেই একদম তৈরি। ওপর থেকে মধু বা চকোলেট সিরাপ ছড়িয়ে গরম গরম পরিবশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Poushali Mitra
Poushali Mitra @poushali19

Similar Recipes