চিকেন পিৎজা (chiken pizza recipe in Bengali)

রিয়া ঘোষ
রিয়া ঘোষ @cook_26147060

চিকেন পিৎজা (chiken pizza recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 কাপময়দা
  2. ১ চা চামচ ঈস্ট
  3. ১ চা চামচ চিনি
  4. ১/২ কাপ হালকা গরম জল
  5. ১চা চামচবাটার / মাখন
  6. ২চা চামচক্যাপ্সিকাম
  7. ১/২ পেঁয়াজ
  8. ১০০ গ্রাম চিকেন
  9. স্বাদমতোচিলি ফ্লেকস
  10. পরিমাণ মতোঅরিগ্যানো
  11. স্বাদমতোনুন
  12. প্রয়োজন অনুযায়ীচীজ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি পাত্রে ইস্ট,চিনি আর জল দিয়ে ইস্ট ভেজাতে হবে ১০ মিনিটের জন্য।

  2. 2

    ১০ মিনিট পরে একটি অন্য পাত্রে ময়দা,নুন দিয়ে আর ওই ভেজানো ইস্ট দিয়ে ময়দা টা মেখে নিতে হবে একটু নরম করে। তারপর সেটিকে ১ ঘণ্টার জন্য রেখে দিতে হবে ফুলে ওঠার জন্য।

  3. 3

    ১ ঘণ্টা পরে ওই ময়দা ফুলে উঠবে দেখা যাবে। সেটাকে মাইক্রোওয়েভের ট্রে তে গোল করে পিৎজার মত সাজিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ওই পিৎজা রুটির উপর পিৎজা সস দিতে হবে।তার উপর চিকেন টুকরো,পিয়াজ কুচি,ক্যাপ্সিকাম কুচি দিয়ে সাজিয়ে নিতে হবে।

  5. 5

    এবার ওই সাজানোর উপর চিজ,চিলি ফ্লেকস,অরিগ্যানো দিয়ে মাইক্রোওয়েভ এ ১৫ মিনিট এর জন্য দিলেই তৈরি হয় এ যাবে চিকেন পিৎজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
রিয়া ঘোষ

Similar Recipes