পটেটো প্যানকেক(Potato pancake recipe in Bengali)

OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata

#GA4
#week2
চটজলদি এবং পুষ্টিকর একটি রেসিপি সকাল কিংবা বিকালের জলখাবারের জন্য একদম আদর্শ।

পটেটো প্যানকেক(Potato pancake recipe in Bengali)

#GA4
#week2
চটজলদি এবং পুষ্টিকর একটি রেসিপি সকাল কিংবা বিকালের জলখাবারের জন্য একদম আদর্শ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ৩ টি মাঝারিআলু
  2. ২ টি ডিম
  3. ১ কাপ দুধ
  4. ২ টি ছোট পেঁয়াজ কুচি
  5. ২-৩ টি কাঁচা লঙ্কা কুচি
  6. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়া
  7. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া
  8. ২ টি রসুন কোয়া
  9. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  10. ১ টেবিল চামচ চিনি
  11. ৪ টেবিল চামচ ময়দা
  12. স্বাদ মতনুন
  13. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    পটেটো প্যানকেক বানানোর জন্য প্রথমে একটি পাত্রে ৩ টি আলু এবং দুটি রসুন কোয়া গ্ৰেটার এর সাহায্যে গ্ৰেট করে নিয়ে তাতে কুচানো পিঁয়াজ দিয়ে দিতে হবে।

  2. 2

    এরপর একে একে কাঁচা লঙ্কা কুচি,২ টি ডিম এবং ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে।

  3. 3

    এরপর শুকনো লঙ্কার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, চিনি, স্বাদ মত নুন দিয়ে দিতে হবে

  4. 4

    এরপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ময়দা এবং দুধ দিয়ে দিতে হবে।

  5. 5

    সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করতে হবে যেটা কিনা খুব পাতলা না হয় আবার ঘন ও না হয়।

  6. 6

    এবার ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে ১ গোল চামচ ব্যাটার দিয়ে ৩-৪ মিনিট মাঝারি আঁচে হালকা খয়েরী হওয়া অবধি ভেজে নিতে হবে।

  7. 7

    এইভাবেই পটেটো প্যানকেক তৈরি করে নিতে হবে।চীজ স্পেরড অথবা টমেটো সস সহকারে পরিবেশন করতে হবে‌

  8. 8

    পটেটো প্যানকেক খুবই সুস্বাদু স্বাদের কমপ্লিট হেলদি ব্রেকফাস্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata
Ranna Korte khub I valobasi..
আরও পড়ুন

Similar Recipes