চিকেন প্যানকেক (Chicken pancake recipe in Bengali)

Poulami Sen
Poulami Sen @cook_18123741

#GA4
#week2
মুখরোচক প্যানকেক বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে।।

চিকেন প্যানকেক (Chicken pancake recipe in Bengali)

#GA4
#week2
মুখরোচক প্যানকেক বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ৬ টুকরো বোনলেস চিকেন
  2. ১ কাপ ময়দা
  3. ১ টি ডিম
  4. ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  5. ৩ টি কাঁচালঙ্কা কুচি
  6. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  7. স্বাদমতোনুন
  8. ১ প্যাকেট ম্যাগি মশলা
  9. ৩-৪ টি থেঁতো করা গোলমরিচ
  10. পরিমাণমতো জল
  11. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে একটি বাটিতে এক কাপ জল,১ চা চামচ লবণ,তিন থেকে চারটি থেঁতো করে রাখা গোলমরিচ ও চিকেন দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  2. 2

    চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে একটি প্লেটে নামিয়ে কাটা চামচের সাহায্যে স্রেডেট করে নিতে হবে।

  3. 3

    অন্যদিকে একটি বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সামান্য লবণ, ১ কাপ ময়দা ও ১ টি ডিম ফাটিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে তাতে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর তাতে ম্যাগি মশলা ও শেডের চিকেন দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এবার ফ্রাইংপ্যানে সামান্য করে সাদাতেল গরম করে তাতে বড় চামচের দু চামচ করে ব্যাটার দিয়ে মিডিয়াম আঁচে সোনালী করে ভাজতে হবে।

  6. 6

    একপিঠ সুন্দরভাবে হালকা সোনালী করে ভাজা হয়ে গেলে সেটাকে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে অন্য পিঠ সোনালি করে ভেজে নিতে হবে।

  7. 7

    সুন্দরভাবে দু পিঠ ভাজা হয়ে গেলে প্লেটে নামিয়ে নিতে হবে।

  8. 8

    এবার প্লেটে সাজিয়ে টমেটো সস সহযোগে গরম গরম পরিবেশন করতে হবে চিকেন প্যানকেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Poulami Sen
Poulami Sen @cook_18123741

Similar Recipes