দই ফুচকা (doi phuchka recipe in bengali)

Medha Sharma
Medha Sharma @cook_24775378
Balurghat

#ebook2

সরস্বতী পুজো/পৌষ পার্বন
সরস্বতী পুজো তে বান্ধবীদের সাথে বেরিয়ে ফুচকা খাওয়া তো মাস্ট ।তাই এটা তো থাকতেই হবে লিস্ট এ।

দই ফুচকা (doi phuchka recipe in bengali)

#ebook2

সরস্বতী পুজো/পৌষ পার্বন
সরস্বতী পুজো তে বান্ধবীদের সাথে বেরিয়ে ফুচকা খাওয়া তো মাস্ট ।তাই এটা তো থাকতেই হবে লিস্ট এ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
2 জন
  1. ফুচকা পাঁপড়ি রর জন্য
  2. 1 কাপসুজি
  3. 2 টেবিল চামচআটা
  4. 1চিমটিনুন
  5. 1 চিমটিবেকিং সোডা
  6. আলু মাখার জন্য
  7. 2 টা আলুমাঝারি মাপের
  8. 4 টেবিল চামচছোলা ভেজানো
  9. 4 টেবিল চামচসেদ্ধ করা গোটা মটর
  10. স্বাদ মতোনুন
  11. 1 চা চামচভাজা জীরে গুঁড়ো
  12. 1 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  13. 1 চা চামচচ্যাট মসলা
  14. দই এর জন্য
  15. 1 কাপটক দই
  16. 1/2 চা চামচভাজা জীরে গুঁড়ো
  17. 1 চা চামচবিট নুন
  18. 1 টেবিল চামচচিনি
  19. স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    ফুচকা পাঁপড়ি এর জন্য।প্রথমে সুজি ও আটা মিশিয়ে তাতে নুন ও বেকিং সোডা দিয়ে ভাল করে একটা শক্ত ময়দা মাখতে হবে।

  2. 2

    মেখে নিয়ে রেস্ট করতে দিতেহবে 10 মিনিট।তারপর এটা থেকে গোল গোল লেছি কেটে বেলে নিতে হবে পাতলা করে।এবার এ থেকে ছোট ছোট পাঁপড়ি আকারে কেটে নিন।

  3. 3

    নিয়ে এগুল কে রেস্ট করতেদিন 45 মিনিট।এবার এর মধ্যে আলু ও মটর সেদ্ধ করে নিয়ে তাতে ভেজানো ছোলা,চ্যাট মসলা,নুন,ভাজা জীরে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভাল ভাবে মেখে নিতে হবে।

  4. 4

    সাথে সাথে দই তে অল্প জল মিশিয়ে একটু পাতলা করে নিন। তাতে নুন চিনি ও বাকি মসলা যোগ করে ভাল করে ফেটিয়ে নিন।

  5. 5

    এবার শুকোতে দেয়া পাঁপড়ি গুলো কে তুলে তেলে ভেজে ফেলুন 1,1 করে। ফুলে ওঠার জন্য ঝাঝরা দিয়ে চেপে চেপে ভাজুন। একটু শক্ত হলে নামিয়ে ফেলুন।

  6. 6

    তারপর হালকা ঠান্ডা হতে দিন। পারলে একটু রোদে শুকিয়ে নেবেন।

  7. 7

    এবার ফুচকা তে ফুটো করে তাতে আলু মাখা ভরে দিন। প্লেট এ সাজিয়ে রেখে তাতে টক দই এর মিশ্রণ তা ছড়িয়ে । শিগগির পরিবেশন করুন। নাহলে যে সব হয়ে যাবে শেষ 😁😁

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Medha Sharma
Medha Sharma @cook_24775378
Balurghat
healthy is homemade
আরও পড়ুন

Similar Recipes