দই ফুচকা(Dahi puri recipe in bengali)

Poushali Mitra
Poushali Mitra @poushali19

#ভোজেরসাতকাহণ
#আমারপ্রিয়রান্না
বড়ো থেকে ছোট মোটামুটি ফুচকা সবারই প্রিয়। সেই ফুচকা আবার যদি হয় দই ফুচকা তাহলে আর কথাই নেই। চলুন একদম ঘরোয়া পদ্ধতিতে দই ফুচকা কি করে বানানো যায় সেটি দেখে নেওয়া যাক।

দই ফুচকা(Dahi puri recipe in bengali)

#ভোজেরসাতকাহণ
#আমারপ্রিয়রান্না
বড়ো থেকে ছোট মোটামুটি ফুচকা সবারই প্রিয়। সেই ফুচকা আবার যদি হয় দই ফুচকা তাহলে আর কথাই নেই। চলুন একদম ঘরোয়া পদ্ধতিতে দই ফুচকা কি করে বানানো যায় সেটি দেখে নেওয়া যাক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1.5 কাপসুজি
  2. 1 কাপআটা
  3. 200মিলি রিফাইন তেল
  4. 1/2 কাপটক দই
  5. 2 টোসেদ্ধ আলু
  6. 1/2 কাপসেদ্ধ ছোলা
  7. 1/2 কাপসেদ্ধ মটর
  8. 4টেবিল চামচ তেঁতুলের ক্বাথ
  9. 1আঁটি ধনেপাতা
  10. 1আঁটি পুদিনা পাতা
  11. 10 টাকাঁচালঙ্কা
  12. 1/2 কাপপেঁয়াজ কুঁচি
  13. 1টেবিল চামচ ভাজা মশলা
  14. 4টেবিল চামচ ঝুরি ভাজা
  15. 1 চা চামচচিনি
  16. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমেই 1কাপ আটা এবং 1.5 কাপ সুজি, স্বাদ অনুযায়ী নুন, অল্প অল্প করে জল দিয়ে মেখে আটার তাল গড়ে নিতে হবে। এবার এই আটার তাল 2 থেকে 3 ঘণ্টা ঢেকে রেখে দিন।

  2. 2

    এবার 1 আঁটি ধনেপাতা, 1 আঁটি পুদিনা পাতা, 3 থেকে 4 টে কাঁচা লঙ্কা, 1 চা চামচ চিনি, 1 চা চামচ নুন একসাথে মিহি করে বেটে সবুজ চাটনি বানিয়ে নিন।

  3. 3

    এবার 2 টো সেদ্ধ আলু, 1/2 কাপ সেদ্ধ ছোলা, 1/2 কাপ সেদ্ধ মটর, স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ ভাজা মশলা, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচালঙ্কা কুচি একসাথে ভালো করে মেখে ফুচকার পুর তৈরি করে নিন।

  4. 4

    3 ঘণ্টা পর যখন ঢাকা খুলবেন তখন আটার তাল কিছুটা ফুলে উঠবে। এবার লেছি কেটে রুটির আকারে বেলে কোনো গোল আকারের ঢাকনা দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নিন। এবার কড়া তে 200 মিলি রিফাইন তেল গরম করে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য ডিপ বাদামি করে একদম ছোট পুরি বা লুচি গুলো ভেজে কিছুটা ঠান্ডা হলে কোনো প্লাস্টিক এ ভরে রাখুন তাহলে ফুচকা গুলো মুচমুচে থাকবে।

  5. 5

    এবার যে পাত্রে পরিবেশন করবেন সেই পাত্রে ফুচকা গুলো রেখে ওপর থেকে কিছুটা ভেঙে ফুটো করে দিন, তারপর মেখে রাখা আলু ছোলা মটর এর পুর ভাঙ্গা ফুচকা গুলোয় ভরে দিন, টক দই ভালো করে ফেটিয়ে আলু মাখার ওপরে চামচ দিয়ে ঢেলে দিন, এরপর সবুজ চাটনি ও তেঁতুলের কাদ ওপর থেকে দিয়ে দিন, আর সব শেষে সাজানোর জন্য অল্প পেঁয়াজ কুঁচি, ঝুরি ভাজা ও সামান্য ভাজা মশলা ছড়িয়ে চটপট পরিবেশন করুন মুখরোচক দই ফুচকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Poushali Mitra
Poushali Mitra @poushali19

মন্তব্যগুলি (9)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
দারুন
আমার রেসিপি ভালো লাগলে কমেন্টস এবং অনুসরণ দিও প্লিজ ❤❤🌷🌷🌾🌾

Similar Recipes