দই ফুচকা (doi fuchka recipe in bengali)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7

#ebook2
#দূর্গা পূজা
পুজো মানেই আনন্দ করা আর ভালো ভালো খাবার বানানো আর খাওয়া পুজোর বিকেলে ফুচকা না হলে চলে সেটা যদি বাড়ির তৈরি হয় তার কথাই আলাদা আমার মেয়ে তো খুব ভালোবাসে ফুচকা খেতে ।

দই ফুচকা (doi fuchka recipe in bengali)

#ebook2
#দূর্গা পূজা
পুজো মানেই আনন্দ করা আর ভালো ভালো খাবার বানানো আর খাওয়া পুজোর বিকেলে ফুচকা না হলে চলে সেটা যদি বাড়ির তৈরি হয় তার কথাই আলাদা আমার মেয়ে তো খুব ভালোবাসে ফুচকা খেতে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. ফুচকা বানাতে লাগবে
  2. 1 কাপময়দা
  3. 1 কাপসুজি
  4. 1 চিমটি বেকিং সোডা
  5. স্বাদমতোনুন
  6. 1/2টেবিল চামচ রিফাইন্ড তেল ময়েনের জন্য
  7. প্রয়োজন মতোজল
  8. প্রয়োজন মতোতেল ফুচকা ভাজার জন্য
  9. আলুর পুর বানাতে লাগবে
  10. 5 টাসেদ্ধ আলু
  11. 1/2 বাটিসেদ্ধ ছোলা
  12. 3 টা মাঝারি পেঁয়াজের কুচি
  13. 4 টাকাঁচা লঙ্কার কুচি
  14. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  15. 1 চা চামচভাজা জিরে গুঁড়ো
  16. 1/2 চা চামচকালো মরিচ এর গুঁড়ো
  17. 1/2 চা চামচকাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  18. 1 চা চামচবিট নুন
  19. 1/2 চা চামচচাট মশলা
  20. স্বাদ অনুযায়ীনুন
  21. 3টেবিল চামচ লেবুর রস
  22. দই ফুচকার দই বানাতে লাগবে
  23. 100 গ্রামটক দই
  24. 1 চা চামচভাজা মশলা
  25. 1/2 চা চামচদই মশলা
  26. স্বাদ মতোনুন ওচিনি
  27. 1/4 চা চামচকাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  28. 1/4 চা চামচচাট মশলা
  29. পরিমান মতোসাজানোর জন্য ঝুরি ভাজা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে উপরে দেওয়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে ফুচকার ডো বানিয়ে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রাখতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে লুচির মতো পাতলা বেলে আরো 10 মিনিট রাখতে হবে এরপর কড়াইয়ে তেল গরম হলে ফুচকা গুলি ভেজে নিতে হবে ।

  2. 2

    এবার একটি বড় বাটিতে সিদ্ধ আলু আর উপরে দেওয়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে আলুর পুর বানাতে হবে ।

  3. 3

    এরপর একটি বাটিতে দই নিতে হবে তারপর দই এর সাথে উপরে দেওয়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ।

  4. 4

    এবার একটি প্লেটে প্রথমে ফুচকা গুলি একটি করে আঙুলের সাহায্যে হালকা ভাবে হোল করে আলুর পুর ভরতে হবে এইভাবে সব ফুচকা গুলি তে পূরভরা হয়ে গেলে উপর থেকে দই দিতে হবে তারপর অল্প লাল লঙ্কাগুঁড়ো আর ঝুরি ভাজা ছড়িয়ে সার্ভ করুন দই ফুচকা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
রান্না করতে আমি ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে রান্না আমাকে খুশি দেয় আর রান্নার প্রতি ভালোবাসা সব আমার মেয়ের জন্য ও নানারকমের খাবার খেতে ভালো বাসে তাই ওর জন্য নানান খাবার বানাতে বানাতে রান্নার প্রতি আগ্রহ টা যেন আর দ্বিগুন বেড়ে গেছে 💕💖😊
আরও পড়ুন

মন্তব্যগুলি (60)

Similar Recipes