ক্ষীরের লুচি (Kheerer luchi recipe in Bengali)

Soma Roy
Soma Roy @somas_kitchen
Kolkata

ক্ষীরের লুচি (Kheerer luchi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 সারভিংস
  1. লুচির জন্য
  2. 2 কাপময়দা
  3. 3 টেবল চামচঘি
  4. 1/4 চা চামচচিনি
  5. 1/8 চা চামচবেকিং সোডা
  6. স্বাদ অনুযায়ী নুন
  7. প্রয়োজন মতো তেল
  8. পুরের জন্য
  9. 200 গ্রামখোয়া ক্ষীর
  10. 2 টেবল চামচগুঁড়ো চিনি
  11. 1 টেবল চামচঘি
  12. 1/4 চা চামচএলাচ্ গুঁড়ো
  13. 2 টেবল চামচকিসমিস
  14. সুগার সিরাপ্ এর জন্য
  15. 1 কাপচিনি
  16. 1/2 কাপজল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    লুচির ডো বানাতে তেল বাদে সব উপকরণ মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে 30 মিনিট রাখতে হবে।

  2. 2

    পুরের জন্য প্যান এ ঘি দিয়ে খোয়া ক্ষীর আর চিনি দিয়ে মিশিয়ে খোয়া নরম হলে কিসমিস আর এলাচ্ গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে ।

  3. 3

    চিনি আর জল ফুটিয়ে সুগার সিরাপ্ বানিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ডো থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে সব লুচি বেলে নিতে হবে।

  5. 5

    এবার একটা করে লুচি নিয়ে মাঝে পুর ভোরে চার দিকে জল দিয়ে ওপরে আরেকটা লুচি দিয়ে সব দিক আটকে দিতে হবে।

  6. 6

    তারপর একটা করে সব ভেজে তুলে নিতে হবে । আর সুগার সিরাপ্ এ দিয়ে সাথে সাথে তুলে নিতে হবে। তৈরী ক্ষীরের লুচি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soma Roy
Soma Roy @somas_kitchen
Kolkata
আমি একজন হোমমেকার, রান্না করতে খুব ভালোবাসি, রান্না করে মানুষকে খাওয়াতে ভালো লাগে।
আরও পড়ুন

Similar Recipes