লুচি,আলুরদম,সেমাইপায়েস  (Luchi aloordom, shemai payes recipe in Bengali)

Chaitali Kundu Kamal
Chaitali Kundu Kamal @chaitali_kamal
Navi Mumbai

#ebook2
জামাইষষ্ঠী রেসিপি
জামাইষষ্ঠী মানেই ফুলকো লুচি আলুর দম সেমাইপায়েস ছাড়া ভাবা যায় না।

লুচি,আলুরদম,সেমাইপায়েস  (Luchi aloordom, shemai payes recipe in Bengali)

#ebook2
জামাইষষ্ঠী রেসিপি
জামাইষষ্ঠী মানেই ফুলকো লুচি আলুর দম সেমাইপায়েস ছাড়া ভাবা যায় না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
3জন
  1. লুচির জন্য
  2. 250 গ্রামময়দা
  3. 1/2 চা চামচচিনি
  4. 1 চা চামচতেল
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. পরিমান মতোলুচি ভাজার জন্য তেল
  7. সেমাই এর এর জন্য
  8. 1প্যাকেটসেমাই
  9. 1 কাপচিনি
  10. 1 লিটারদুধ
  11. 1 চা চামচঘি
  12. 2 টোএলাচ
  13. আলুর দম এর জন্য
  14. 500গ্রাম আলু
  15. 1 টাপিঁয়াজ কুচি
  16. 1 চা চামচআদা রুসুন বাটা
  17. 1/2 চা চামচজিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো
  18. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  19. 1 টাটমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দা চিনি, নুন, তেল জল দিয়ে ভালো করে মেখে কিছু সময় রেখে দিতে হবে, তারপর কড়াইতে তেল গরম করে ময়দাকে গোল গোল বল আকারে বেলে ডুবো তেলে ভেজে নিলে রেডি লুচি।

  2. 2

    আলুর দমের জন আলু কেটে নুন হলুদ মেখে নিতে হবে, এবার কড়াইতে তেল গরম করে আলু গুলো ভেজে নিতে হবে, এবার কড়াইতে তেল গরম করে পিঁয়াজ কুচি, আদা রুসুন বাটা দিয়ে কষে নিতে হবে, তারপর জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে কষে টমেটো কুচি নুন দিয়ে নেড়ে আলু ভাজা গুলো দিয়ে কষিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে গরমমসলা দিয়ে নামিয়ে নিলে রেডি আলুরদম।

  3. 3

    সেমাই জন প্রথমে কড়াইতে ঘি গরম করে সেমাই ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে গরম দুধ, চিনি, এলাচ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি সেমাই পায়েস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chaitali Kundu Kamal
Chaitali Kundu Kamal @chaitali_kamal
Navi Mumbai

Similar Recipes