ময়দার লুচি (maidar luchi recipe in bengali)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7

#ebook2
#দূর্গাপূজা
পুজো মানেই বাড়িতে নানারকমের খাবার দাবার তৈরি করা হয় আর অষ্টমীর দিন লুচি তো আমার বাড়িতে হবেই ।

ময়দার লুচি (maidar luchi recipe in bengali)

#ebook2
#দূর্গাপূজা
পুজো মানেই বাড়িতে নানারকমের খাবার দাবার তৈরি করা হয় আর অষ্টমীর দিন লুচি তো আমার বাড়িতে হবেই ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
3 জন
  1. লুচির ডো বানাতে লাগবে
  2. 2 কাপময়দা
  3. স্বাদমতোনুন
  4. 2টেবিল চামচ তেল
  5. প্রয়োজন মতোজল
  6. প্রয়োজন মতোলুচি ভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে ময়দার সাথে উপরে দেওয়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর প্রয়োজনমতো জল দিয়ে মেখে ডো বানিয়ে নিতে হবে ।

  2. 2

    এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে চাকি তে অল্প তেল লাগিয়ে গোল করে বেলে নিতে হবে ।

  3. 3

    এরপর কড়াইয়ে তেল গরম হলে তেলে দিয়ে ভেজে নিতে হবে তাহলেই তৈরি ময়দার লুচি ।

  4. 4

    গরম গরম পরিবেশন করুন কুমড়োর ছক্কা মিষ্টি আর ঘুঘনির সাথে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
রান্না করতে আমি ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে রান্না আমাকে খুশি দেয় আর রান্নার প্রতি ভালোবাসা সব আমার মেয়ের জন্য ও নানারকমের খাবার খেতে ভালো বাসে তাই ওর জন্য নানান খাবার বানাতে বানাতে রান্নার প্রতি আগ্রহ টা যেন আর দ্বিগুন বেড়ে গেছে 💕💖😊
আরও পড়ুন

Similar Recipes