ইটালিয়ান হোয়াইট সস পাস্তা(Italian white sauce pasta recipe in Bengali)

রিয়া ঘোষ
রিয়া ঘোষ @cook_26147060

ইটালিয়ান হোয়াইট সস পাস্তা(Italian white sauce pasta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ২০০গ্রামপাস্তা
  2. ২চা চামচময়দা
  3. ১চা চামচবাটার
  4. ২চা চামচসাদা তেল
  5. ৩-৪ কোয়া রসুন কুচি
  6. ৩ চা চামচ ক্যাপ্সিকাম কুঁচি
  7. ৩-৪ চা চামচ গাজর কুঁচি
  8. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. ২ চা চামচ চিলি ফ্লেক্স
  10. ১ চা চামচ অরিগ্যানো
  11. পরিমাণ মতোমোজেরেলা চিজ
  12. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে জলে নুন দিয়ে ১০ মিনিট পাস্তা গুলোকে সিদ্ধ করে নিতে হবে।

  2. 2

    তারপর সিদ্ধ হয়ে গেলে পাস্তা গুলোকে ঢেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিতে হবে।

  3. 3

    তারপর একটি কড়াই তে ২ চামচ সাদা তেল দিয়ে তাতে রসুন, গাজর,ক্যামসিকাম কুঁচি গুলো দিয়ে ভালো করে নেড়ে তুলে রাখতে হবে।

  4. 4

    তারপর ঐ কড়াই তেই হোয়াইট সস বানাবার জন্য ১ চামচ বাটার দিয়ে তাতে ময়দা আর দুধ দিয়ে নেরে নেরে সস টা তৈরি করতে হবে।

  5. 5

    এরপর ওই সস এ গোলমরিচ গুঁড়ো, চিলিফলেক্স, অরিগ্যানো,নুন দিয়ে নেড়ে তাতে ওই সবজি ভাজা, আর সিদ্ধ পাস্তা টা দিয়ে নেড়ে নিতে হবে।

  6. 6

    তারপর সব শেষে উপর থেকে চিজ দিয়ে নেড়ে নিলেই রেডী পাস্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
রিয়া ঘোষ

মন্তব্যগুলি (2)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
বেশ সুন্দর হয়েছে।
নতুনত্ব আছে। ভালো লাগলো।
আমিও কিছু নতুন ট্রাই করেছি।পারলে দেখো।ভালো লাগলে অনুসরণ দিও।🐾

Similar Recipes